বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২১

প্রকাশিতঃ বুধবার, ৩০ মে ২০১৮ ০৯:০৫:৩৬ পূর্বাহ্ন

করাচিতে তীব্র তাপদাহ, সতর্কতা জারি

পাকিস্তানে তাপদাহের তীব্রতার সঙ্গে সামানুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে লোডশেডিং। দেশটিতে রমজান মাস উপলক্ষে পানাহার থেকে বিরত থাকা মুসলমানদের আরও তিন দিন তীব্র তাপদাহ সহ্য করতে হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহত্তম শহর করাচিতে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে আরও জানানো হয়। আজ বুধবার খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, নতুন করে আরও একটি তীব্র তাপদাহের আশঙ্কা করা হচ্ছে করাচিতে। তিন দিনের জন্য তাপদাহটি দেশটির দক্ষিণাচলের উপকূলে অনুভূত হবে। এ সময় তাপমাত্রা ৪০ থাকে ৪৪ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করবে বলে আরও জানানো হয়। রয়টার্সের প্রতিবেদনে দেখা যায়, প্রশাসনের তরফ থেকে তাপদাহের সময় বাইরে থাকা মানুষদের জন্য বরফ পানিসহ হিটস্ট্রোক প্রতিরোধের যাবতীয় ব্যবস্থা দেওয়া হচ্ছে। তবে অধিক প্রয়োজন না থাকলে ঘরে থাকার পরামর্শ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রগুলো থেকে নাগরিকদের পর্যাপ্ত পানি পানের পাশাপাশি রসালো ফল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া সূর্যের তাপ এড়িয়ে চলার জন্য হালকা রঙের কাপড় পরিধান করতে বলা হয়েছে। দেশটির দাতব্য সংস্থা এডি ফাউন্ডেশন জানায়, দেশব্যাপী মর্গগুলোর সক্রিয়তা বাড়ানোর পাশাপাশি সারাদেশে অ্যাম্বুলেন্সের সরবরাহ বাড়িয়েছে সংস্থাটি। গত সপ্তাহে করাচিতে তীব্র তাপদাহে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে অন্তত ৬৫ জনের মারা গেছে বলে জানায় সংস্থাটি। এদিকে মৃত্যুর সংখ্যা নিয়ে ভিন্ন মত পোষণ করেছে প্রাদেশিক স্বাস্থ্য কর্তৃপক্ষ। এর আগে ২০১৫ সালে পাকিস্তানের সিন্ধু রাজ্যে হিটস্ট্রোকে ১ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com