বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১২:৪৬

প্রকাশিতঃ সোমবার, ০৫ জুলাই ২০২১ ১১:০৫:২৯ অপরাহ্ন

'পাকিস্তানকে বিপর্যয়ের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে ইমরান খান’ - শাহবাজ শরীফ

পাকিস্তানের বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফ বলেছেন, ইমরান খান দেশকে বিপর্যয়ের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে।দেশের জনগণকে ধ্বংস করতে কোন প্রকার কার্পণ্য করেননি তিনি। খবর ইয়াহু নিউজের।

মিংগোরার গ্রাসি গ্রাউন্ডে বহু-দলীয় বিরোধী জোট পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলনের (পিডিএম) এক অনুষ্ঠানে গত রবিবার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা শাহবাজ এ কথা বলেন।

তিনি আরও বলেন, ক্ষমতায় বসার ৯০ দিনের মধ্যে দেশ থেকে দুর্নীতি দূর করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন ইমরান খান। কিন্তু এখন পর্যন্ত এসবের কিছুই হয়নি। উল্টো মূল্যস্ফীতি আজ আকাশ ছোঁয়েছে।

জনগণের পকেটের মতোই সংসদে প্রধানমন্ত্রীর আসন খালি থাকে অভিযোগ করে তিনি বলেন, ইমরান খান ক্ষমতা গ্রহণ করার পর থেকে দেশ ঐতিহাসিক দারিদ্রতার মধ্য দিয়ে যাচ্ছে।

পাকিস্তান এর আগে এমন অবস্থা আর কখনো দেখেনি। দরিদ্রদের জন্য পাঁচ মিলিয়ন বাড়ির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও একটি ইটও সরকার দেয়নি, যোগ করেন পিএমএল-এনের এই নেতা।

43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com