সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:০০

প্রকাশিতঃ শনিবার, ১৭ নভেম্বর ২০১৮ ০৮:৪৮:৪৬ পূর্বাহ্ন

এতিমখানার ৮০ ভাগ শিশুই এতিম নয়!

বিশ্বে প্রায় ৮০ লাখ শিশু এতিমখানা ও অন্যান্য সংস্থায় থাকে। তবে এদের মধ্যে ৮০ ভাগের বেশি শিশু আসলে এতিম নয়। তাদের অন্তত একজন অভিভাবক আছেন। হ্যারি পটার সিরিজের লেখক জেকে রাউলিংয়ের সংগঠন ‘লুমোস’ এক জরিপে এ দাবি করেছে। সম্প্রতি লন্ডনে ‘থমসন রয়টার্স ফাউন্ডেশন’ আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানায় তারা। সংগঠনটির দাবি, দরিদ্র দেশগুলোর এতিমখানা আসলে লোভনীয় ব্যবসার একটি অংশ। বিদেশি দাতাদের আকৃষ্ট করতে এতিমখানাগুলো পরিবার থেকে শিশুদের পৃথক করে এনে সেখানে রাখে। এক্ষেত্রে দরিদ্র পরিবারগুলোকে অর্থের লোভ দেখানো হয় কিংবা সন্তানদের ভালো শিক্ষা দেয়ার অঙ্গীকার করা হয়। সংগঠনটির গবেষণা অনুযায়ী, এতিমখানায় থাকা শিশুদের পরিবারের সঙ্গে থাকা শিশুদের চেয়ে যৌনকর্মে জড়িয়ে পড়ার আশঙ্কা ১০ গুণ বেশি থাকে। এছাড়া একজন শিশুকে এতিমখানায় দেয়ার মানে হচ্ছে, তার যৌন সহিংসতার শিকার হওয়ার আশঙ্কা চারগুণ বেড়ে যাওয়া। লুমোসের দাসত্ববিষয়ক বিশেষজ্ঞ ক্লোয়ে সেটার জানান, এতিমখানা কিংবা অন্যান্য সংস্থায় থাকা শিশুদের বেড়ে ওঠায় সমস্যা দেখা দেয়। গবেষণায় দেখা গেছে, এসব শিশুর মধ্যে সামাজিক, ইমোশনাল ও চেতনাবোধ সংক্রান্ত সমস্যা দেখা দেয়। লুমোসের মতো আরেকটি সংগঠন ‘ফরগেট মি নট’।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com