শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:২১

প্রকাশিতঃ রোববার, ১১ নভেম্বর ২০১৮ ১১:০১:৫৫ পূর্বাহ্ন

ভারতে মুসলিম শাসকদের অবদানই সবচেয়ে বেশি : ওমপ্রকাশ

ভারতের ইতিহাস-ঐতিহ্যে মুসলিম শাসকদের অবদানই সবচেয়ে বেশি। এমনটাই দাবি করেছেন ভারতের উত্তর প্রদেশের আলোচিত মন্ত্রী ওমপ্রকাশ রাজবর। তিন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার একজন সদস্য এবং সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির (এসবিএসপি) প্রেসিডেন্ট। ওমপ্রকাশ বলেছেন, মুসলিমরা আমাদের দেশে যা দিয়েছে তা অন্য কেউ দেয়নি। মুঘল আমলের স্মৃতি মুছে ফেলার সম্পর্কে তিনি বলেছেন, আমরা কি জিটি রোড ছুঁড়ে ফেলে দেব? লালকেল্লা কে বানিয়েছে? তাজমহল কে বানিয়েছে? তিনি বলেন, অনগ্রসর এবং পিছিয়ে থাকা মানুষ যাতে উন্নয়নের দাবিতে আওয়াজ তুলতে না পারে সেই কারণেই শহরের নাম বদল করছে বিজেপি। উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তার ওপর ক্ষিপ্ত ওমপ্রকাশ। সূত্র: ইন্ডিয়া টুডে
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com