সোমবার, ০৬ মে ২০২৪, ০২:৪৮

প্রকাশিতঃ রোববার, ২৩ সেপ্টেম্বর ২০১৮ ০১:৫৯:১৭ পূর্বাহ্ন

কলম্বিয়ায় চালু হচ্ছে ফেসবুকের ডেটিং সার্ভিস!

ফেসবুকের ডেটিং সার্ভিস চালু হচ্ছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায়। এর আগে চলতি বছরের শুরুতে এ সেবা চালুর ঘোষণা দিয়ে বেশ আলোচনা তৈরি করে ফেসবুক কর্তৃপক্ষ। শুক্রবার (২১ সেপ্টেম্বর) জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ফেসবুক কর্তৃপক্ষ বলছে, পরীক্ষামূলকভাবে সেবাটি চালু করা হচ্ছে লাতিন আমেরিকার দেশটিতে। কারণ হিসেবে তারা বলছে, কলম্বিয়ানরা সামাজিক মাধ্যম ও ওয়েবসাইটে সঙ্গী খুঁজতে সবচেয়ে বেশি আগ্রহী। চলতি সপ্তাহেই দেশটিতে এ সেবা চালু হবে। এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা আলাদা ‘ডেটিং’ প্রোফাইল তৈরি করতে পারবেন। প্রোফাইলটি তাদের চাহিদা ও সাধারণ আগ্রহ অনুযায়ী মিলিয়ে সেসব প্রোফাইলে দৃশ্যমান হবে। ফেসবুকে বন্ধু হলেই ডেটিং প্রোফাইলটি দৃশ্যমান হবে না। কেউ ইচ্ছা করলে ডেটিং প্রোফাইল থেকে অন্যকে ব্লকও করতে পারবেন। এ প্রোফাইলেও চ্যাটিং সুবিধা থাকবে। এতেও ছবি, ভিডিও কিংবা লিংক শেয়ার করা যাবে। তবে অপরিচিতরা এগুলো শেয়ার করতে পারবেন না। কলম্বিয়ায় প্রায় পাঁচ কোটি মানুষের বসবাস। এর মধ্যে ২ কোটি ১০ লাখ মানুষ প্রতিদিন ফেসবুকে লগইন করেন। ফেসবুকের ডেটিং সেবার ব্যবস্থাপক নাথান শার্প বলেন, ফেসবুকের মাধ্যমে মানুষের মধ্যে কার্যকরভাবে সম্পর্ক স্থাপন করার অবিশ্বাস্য সুযোগ তৈরি হয়েছে। এর আগে চলতি বছরের মে মাসে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ নতুন এ ফিচার আনার ঘোষণা দেন।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com