বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:০৯

প্রকাশিতঃ বুধবার, ২২ নভেম্বর ২০১৭ ০১:৫৫:০৫ অপরাহ্ন

যোগী আদিত্যনাথের সভায় মুসলিম নারীর বোরখা টেনে খুলছে পুলিশ

যোগী আদিত্যনাথের সভায় বোরখা পরে বসা যাবে না। এমনই নির্দেশনা দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। উত্তরপ্রদেশের বালিয়ায় জনসভা ছিল যোগী আদিত্যনাথের। ওই সভায় হাজির এক মুসলিম মহিলার সামনে আচমকাই হাজির হয় পুলিশ। যোগীর সভায় কেন বোরখা পরে বসে রয়েছেন তিনি তা নিয়ে প্রশ্ন তোলা হয়। এমনকী ওই মহিলাকে বোরখা খুলে বসতে বাধ্য করা হয় বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হতেই জোর বিতর্ক শুরু হয়। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। যদিও বালিয়ার এসপি অনিল কুমারের সাফাই, এমন ঘটনার কোনও খবর নেই। ওই মহিলার নাম সাইরা। তবে যোগী আদিত্যনাথের সভায় যাতে কেউ কালো কাপড় না দেখান সেই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছিল। যদি এমন কোনো ঘটনা ঘটলে তদন্ত করা হবে। সাইরা জানান, তিনি এবং তাঁর স্বামী দু’জনেই বিজেপি কর্মী। তাই কেন তাঁকে বোরখা খুলে বসতে বলা হল সে বিষয়ে কিছু জানা নেই। তবে শনিবার মেরটে একটি জনসভার সময় কালো পতাকা দেখানো হয়েছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। বিক্ষোভকারীদের পরে গ্রেপ্তার করে পুলিশ।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com