শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ১১:৩৩

প্রকাশিতঃ বুধবার, ১৪ মার্চ ২০১৮ ১২:১২:৩৪ অপরাহ্ন

হাসিন, তোমার শেষ দেখে ছাড়ব

হাসিন তুমি আমাকে, আমার ক্যারিয়ারকে শেষ করে দিতে চাইছ। আমার পরিবারের বদনাম করছ তুমি। আমিও তোমার শেষ দেখে ছাড়ব।’

এভাবেই হোয়াটসঅ্যাপে ফোন করে ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সামি হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তার স্ত্রী হাসিন জাহান।

মঙ্গলবার রাতে সামি এ ফোন করেন বলে দাবি করেন হাসিন। তিনি জানান, সামির হুমকির জবাবে তিনি বলেছিলেন- ‘তুমি এই ভাষায় আমার সঙ্গে কথা বলতে পারো না। তখন ও (সামি) বলে, আমাকে বিয়ে করার সময় তোমার মনে ছিল না? এর পরই আমার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। আমি ফোন কেটে দিই।’

হাসিন জানান, সোমবার মেয়ে বেবোর কথা জানতে চেয়ে তার ফোনে মেসেজ আসে সামির। দেখুন ২০১২ থেকে আমি সামিকে চিনি। ও কীভাবে মেসেজ করে, সেই ধারণা আমার আছে। তাই কালকের (সোমবার) মেসেজের ভাষা দেখে আমি নিশ্চিত, ওটা সামির লেখা নয়। ওর পরিবারের কেউ বা বন্ধুবান্ধবদের কেউ মেসেজ করেছে।’ হাসিন জানান, তার ফেসবুক অ্যাকাউন্টে ক্রমাগত নোংরা, অশালীন পোস্ট করা হচ্ছে। তিনি মনে করেন, এ ঘটনায় সামি, তার পরিবার এবং বন্ধুদের হাত রয়েছে।

হাসিনের আইনজীবী জাকির হোসেন মঙ্গলবারই এ ঘটনা বিস্তারিতভাবে পুলিশের সাইবার ক্রাইম শাখায় জানানো হয়েছে।

এ ছাড়া হাসিন তার ও মেয়ে বেবোর জন্য বাড়তি নিরাপত্তা দেয়ার জন্য কলকাতা পুলিশের কাছে আবেদন করা হয়েছে।

43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com