শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ১১:৩৯

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮ ১১:৩৬:৫১ পূর্বাহ্ন

শেরপুরে কিশোরীকে ধর্ষণ ও হত্যার দায়ে ৩ যুবকের মৃত্যুদণ্ড

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আলোচিত বিনা আক্তার (১৫) হত্যা ও ধর্ষণ মামলার রায় দিয়েছে আদালত। রায়ে তিন অভিযুক্ত যুবককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের রায় দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা নারী ও শিশু আদালতের বিচারক মোঃ আখতারুজ্জামান ওই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের ফজল হকের ছেলে মোঃ আমানুল্লাহ (২৩), হাবিবুররহমানের ছেলে নুরে আলম (২৮) ও মৃত মজিবর রহমানের ছেলে কালুমিয়া (৩০)। দন্ড প্রাপ্তদের মধ্যে কালু মিয়া পলাতক রয়েছে। আদালত সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া গ্রামের শফিকুল শেখের মেয়ে স্থানীয় ব্র্যাক স্কুলে পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়ে বিনা আক্তারের (১৫) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে স্থানীয় বখাটে যুবক মোঃ আমানুল্লাহ। কিন্তু ওই সম্পর্ক বিনার মা-বাবা মেনে না নেয়ায় ২০১৬ সালের ৯ জুলাই কালু মিয়া বিনা আক্তারকে বাড়ি থেকে ডেকে নিয়ে আমানুল্লাহর হাতে তুলে দেয়। আমানুল্লাহ বিনা আক্তার কে বিভিন জায়গায় রেখে ধর্ষণ করে এবং পরে মুখে এসিড ঢেলে, যৌনাঙ্গে গাছের ডাল ঢুকিয়ে নির্যাতন করে ও শ্বাস রোধ করে নৃশংসভাবে হত্যা করে বাকাকুড়া এতিমখানার পাশে শিলঝোড়া খালে লাশ ফেলে রাখে। ২১ জুলাই ওই খালে তার লাশ পাওয়া যায়। ওই ঘটনায়২১ জুলাই বিনার মা বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওই বছরের ২০ অক্টোবর জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন ঝিনাইগাতী থানা পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার এই রায় দেওয়া হয়।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com