রোববার, ০৫ মে ২০২৪, ০৬:৫৯

প্রকাশিতঃ শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭ ০৪:০৫:২৫ পূর্বাহ্ন

যশোর কারাগারে দুই আসামির ফাঁসি কার্যকর

যশোর কেন্দ্রীয় কারাগারে দুই আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে । কারাগার সূত্র জানিয়েছে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টায় ঝড়ু ও মকিম নামে দুই আসামির ফাঁসি কার্যকর করা হয়। এর আগে রাত ১১টার পর যশোর জেলা ম্যাজিস্ট্রেট আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আনিসুর রহমান ও সিভিল সার্জন ডা. দীলিপকুমার রায় কারাগারে ঢোকেন। আনা হয় অ্যাম্বুলেন্স। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, যে দুই খুনির ফাঁসি কার্যকর হয়েছে, তারা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউপি মেম্বার মনোয়ার হোসেন হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ছিলেন। আসামিরা হলেন- আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের আরশেদ সরদারের ছেলে গোলাম রসুল ঝড়ু সরদার (৬৫) ও মুরাদ আলীর ছেলে মকিম হোসেন (৫৫)। এই মামলার বাদী ছিলেন নিহতের ভাই অহিম উদ্দিন। জেল সুপার কামাল হোসেন গণমাধ্যমকর্মীদের জানান, রাত ১২টায় ইউপি মেম্বার মনোয়ার হোসেন হত্যা মামলার দুই আসামির ফাঁসি কার্যকর হয়েছে রাত পৌনে ১২টায়। এই দুই খুনি নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির ক্যাডার ছিলেন বলে তিনি জানান।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com