প্রকাশিতঃ বুধবার, ০৯ ডিসেম্বর ২০২০ ০২:০০:৪০ অপরাহ্ন
অ্যালার্জির ধাত থাকলে ফাইজারের করোনা ভ্যাকসিন বায়োএনটেক নেবেন না। বৃটেনের ভ্যাকসিন নিয়ন্ত্রকরা এই কথা জানিয়ে দিয়েছেন। ন্যাশনাল হেলথ সার্ভিসের দুই কর্মী বায়োএনটেক ভ্যাকসিন নেয়ার পরই তাদের অ্যালার্জির ভয়াবহ প্রকোপ দেখা যায়। এরপরই এমএইচআরএ'র পক্ষে এই সতর্কবার্তা প্রচার করা হয়েছে। এমএইচআরএ প্রধান নির্বাহী ডা. জুন রাইনে বলেছেন, শরীরে অ্যালার্জি থাকলে বা অ্যালার্জিপ্রবণ হলে এই কোভিড ভ্যাকসিন না নেয়াই সঙ্গত। উল্লেখযোগ্য মঙ্গলবারই বৃটেনে এই ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। সকাল ৬টা ৩১ মিনিটে ৯০ বছরের মার্গারেট কিনান হলেন প্রথম গ্রহীতা। বৃটেনের চিফ মেডিকেল অফিসার ক্রিস হোয়াইটি বলেছেন, ভ্যাকসিনের প্রাথমিক প্রতিক্রিয়ায় এগুলো দেখা যেতে পারে, কিন্তু অ্যালার্জি থাকলে এই ভ্যাকসিন না নেয়াই সঙ্গত।