শনিবার, ১৮ মে ২০২৪, ০২:২১

প্রকাশিতঃ সোমবার, ১৬ নভেম্বর ২০২০ ০২:০৪:৪১ অপরাহ্ন

পরের শীত নাগাদ জীবন স্বাভাবিক হতে পারে : বায়োএনটেক সিইও

নভেল করোনাভাইরাসের টিকা তৈরিতে জড়িত জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উগুর শাহীন আশা প্রকাশ করেছেন, ভ্যাকসিন ব্যাপকভাবে সরবরাহ করা সম্ভব হলে পরবর্তী শীত নাগাদ জীবন স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে। যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজারের সঙ্গে যৌথভাবে কাজ করা জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও তুর্কি বংশোদ্ভুত উগুর শাহীন গতকাল রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে এ কথা বলেন।

 

শাহীন বলেন, ‘সবকিছু ঠিকঠাক মতো চললে চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের প্রথম দিকে আমরা টিকা সরবরাহ শুরু করতে পারব। আমাদের লক্ষ্য আগামী বছরের এপ্রিল নাগাদ টিকার ৩০ কোটি ডোজ সরবরাহ করা।’

উগুর শাহীন আশা করেন, গ্রীষ্মে সংক্রমণ কমবে। তবে শরৎ নাগাদ ব্যাপকহারে টিকা গ্রহণ করতে হবে।

শাহীন বলেন, উল্লেখযোগ্য সংখ্যক টিকাদান কোম্পানি সরবরাহ বাড়াতে কাজ করছে। সুতরাং আগামী বছর আমরা একটি স্বাভাবিক শীতকাল পেতে পারি।

শাহীন ও তাঁর স্ত্রী ওজলেম টুরেসি জার্মানির মায়েৎজে শহরে ২০০৮ সালে বায়োএনটেক প্রতিষ্ঠা করেন। কোম্পানিটি মার্চ মাসে যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে করোনার ভ্যাকসিন তৈরির কাজ শুরু করে। সম্প্রতি কোম্পানিটি করোনা প্রতিরোধে তাদের ভ্যাকসিন ৯০ শতাংশ কার্যকর বলে দাবি করেছে।

43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com