শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:৪৫

প্রকাশিতঃ রোববার, ০৭ জানুয়ারী ২০১৮ ০৭:১২:৫৯ পূর্বাহ্ন

জন্ম নিয়ন্ত্রণের সাধারণ ওষুধ এইডসের ঝুঁকি বাড়ায়!

জন্ম নিয়ন্ত্রণের জন্য নানা ধরনের ওষুধ সেবন করে থাকেন নারীরা। তবে এসব তাদের জন্য মোটেও নিরাপদ নয়। এতে এইডসের ঝুঁকি বাড়ে। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণাটি করেছেন দক্ষিণ আফ্রিকার কেপটাউনের একদল গবেষক। কিছু নির্দিষ্ট প্রাণীর ওপর এ গবেষণা করেন তারা। তাদের গবেষণা প্রবন্ধটি অ্যান্ডোক্রিন রিভিউস জার্নালে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, জন্ম নিয়ন্ত্রণের সাধারণ ওষুধ বা ইনজেকশন যৌন কোষের ওপর বিরূপ প্রভাব বিস্তার করে। সংক্রমণ ঘটতে পারে নানা ধরনের যৌন রোগের। এর চূড়ান্ত পরিণতি এইডস। গবেষক দলের প্রধান জানেট পি হাপগুড বলেন, ‘গবেষণাটি বেশ চমকপ্রদ। এটি মানবদেহে এইডসের ঝুঁকি নিরুপণে দারুণভাবে সহায়তা করেছে। প্রমাণিত হয়েছে জন্ম নিয়ন্ত্রণে সাধারণ ওষুধের মাত্রা বাড়ায়’। বর্তমান বিশ্বে মরণঘাতি রোগ এইডস। হিউম্যান ইমিউনো ডেফিশিয়েন্সি ভাইরাস (এইচআইভি) সংক্রমণের ফলে এ রোগের সৃষ্টি হয়। ২০১৬ সালে ইউএনএইডস জানায়, বিশ্বব্যাপী ৩৬ দশমিক ৭ মিলিয়ন এইচআইভি আক্রান্ত রোগী রয়েছেন। এইচআইভির চূড়ান্ত ধাপ এইডস। তথ্যসূত্র: জি নিউজ
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com