মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৫৮

প্রকাশিতঃ শুক্রবার, ২০ জুলাই ২০১৮ ০৫:২৫:৪৩ পূর্বাহ্ন

এ সপ্তাহের রাশিফল

সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন। পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রলজার্স সোসাইটি (বিএএস)’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাস্ট্রলজার অ্যান্ড সাইকিক কনসালটেন্ট ফজলে আজিম। ২০ থেকে ২৬ জুলাই ২০১৮ পর্যন্ত ১২ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হতে পারে। বিবাহযোগ্য কারো কারো বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। গোপনসূত্রে গুরুত্বপূর্ণ কোনো তথ্য লাভ করতে পারেন। আইনগত বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ সেবা পেতে পারেন। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। সাংগঠনিক কিংবা পেশাগত বিষয়ে কোনো ধরনের প্রতিকূল পরিবেশ মোকাবেলার প্রয়োজন হতে পারে। সমস্যা তৈরি হতে পারে এমন কিছু থেকে বিরত থাকলে ভালো করবেন। বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) : শরীর স্বাস্থ্যের ব্যাপারে বাড়তি সচেতনতার প্রয়োজন হতে পারে। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পেতে পারেন। অসাদুপায় অবলম্বন কারো কারো জন্য বিপজ্জনক হতে পারে। ব্যবসায়িকভাবে লাভবান হওয়ার সুযোগ পেতে পারেন। বিবাহযোগ্য কারো কারো ক্ষেত্রে বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। গোপন কোনো তথ্য ফাস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নিজের কাছে সৎ থাকার চেষ্টা করুন। ভ্রমণ হতে পারে। মিথুন রাশি (২২ মে-২১ জুন) : আনন্দ বিনোদনে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। প্রিয় মানুষদের সান্নিধ্য পেতে পারেন। নব দম্পতির সন্তানলাভের চেষ্টায় সাফল্য আসতে পারে। কারো কারো পেটের পীড়া দেখা যেতে পারে। আহারবিহারে স্বাস্থ্যবিধি মেনে চলুন। প্রতিপক্ষকে দুর্বল ভাববেন না। ব্যক্তিগত ও পেশাগত বিষয়ে শক্তিশালী প্রতিপক্ষকে মোকাবেলার প্রয়োজন হতে পারে। বুদ্ধি ও কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করুন। কোনো খবরে মন খারাপ হতে পারে। ঝামেলামুক্ত থাকতে চাইলে তর্ক এড়িয়ে চলুন। কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) : আপনার কর্ম ও চেষ্টার মাধ্যমে ধাপে ধাপে সাফল্যের পথে অগ্রসর হবেন। মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। কারো কারো আবাসন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রয়োজন হতে পারে। নব দম্পতি সন্তানের সুখ লাভ করতে পারেন। পেশাক্ষেত্রে দায়িত্বশীলতার প্রয়োজন হবে। কর্মস্থলে সহকর্মী কিংবা পদস্থদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। নতুন চুক্তি ঝুকিপূর্ণ হতে পারে। বুঝে শুনে সিদ্ধান্ত নিলে ভালো করবেন। সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট) : ভ্রমণ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসু হবে। মনের ইচ্ছা পূরণ হতে পারে। বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। সন্তানের বিষয়ে চিন্তা বাড়তে পারে। প্রেমের সম্পর্কে কেউ কেউ প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। এমন কিছু করা ঠিক হবে না যাতে পরে অনুশোচনা করতে হয়। কর্মক্ষেত্রে সহকর্মীদের আন্তরিক সহযোগিতা আশা করতে পারেন। শরীর স্বাস্থ্যের ব্যাপারে বাড়তি সচেতনতার প্রয়োজন হতে পারে। কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : হাতে অর্থকড়ি আসতে পারে। গৃহে অতিথি আসতে পারে। পাওনা অর্থ আদায় হতে পারে। মার্কেটিং পেশায় নিয়োজিতরা সক্রিয় চেষ্টার মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য আশা করতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসু হতে পারে। বড় ধরনের ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে অভিজ্ঞজনের পরামর্শ কাজে আসতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। সন্তানের বিষয়ে চিন্তা বাড়তে পারে। তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : শরীর ও মন মোটামুটি ভালো থাকতে পারে। সুন্দর ব্যবহারের মাধ্যমে অন্যের মন জয় করতে সক্ষম হবেন। মানসিক অবস্থা বারবার ওঠানামা করতে পারে। বিশেষ কোনো রঙয়ের প্রতি আগ্রহ বাড়তে পারে। কাছে কিংবা দূরে ভ্রমণ হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। সাফল্য পেতে চাইলে আলস্য থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : ব্যয় বাড়তে পারে। অতীতের কোনো ভুলের জন্য অনুশোচনা জাগতে পারে। কারো কারো ক্ষেত্রে হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে। অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। কোনো কারণে মানসিক চাপ বাড়তে পারে। আয়ের অংক ওঠানামা করতে পারে। ভ্রমণ হতে পারে। যোগাযোগমুলক কাজে ধৈর্য ধরে লেগে থাকার প্রয়োজন হতে পারে। ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : আপনার কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। আয় উপার্জন বৃদ্ধির চেষ্টায় অন্যের সহযোগিতা পেতে পারেন। বড় ভাইবোনের সঙ্গে সুসসম্পর্ক বজায় থাকবে। ব্যয় বাড়তে পারে। অতিরিক্ত রাগ কিংবা অভিমান আপনার নিজের ক্ষতির কারণ হতে পারে। চলার পথে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। কোনো দিক থেকে অর্থ আসতে পারে। মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : পেশাক্ষেত্রে দক্ষতা ও যোগ্যতা অনুসারে সম্মানিত হতে পারেন। রাজনীতির সঙ্গে সম্পৃক্তরা কোনো ধরনের ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। সামাজিক মর্যাদা ও খ্যাতি বাড়তে পারে। চাকরিপ্রার্থীরা আশাব্যঞ্জক কোনো খবর আশা করতে পারেন। সামাজিক কিংবা সাংগঠনিক কাজে ব্যস্ততা বাড়তে পারে। অসতর্কতায় কোনো ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। কারো কারো ক্ষেত্রে হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে। কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : দূরে কোথাও বেড়াতে যেতে পারে। সম্ভাব্যক্ষেত্রে তীর্থযাত্রা হতে পারে। আধ্যাত্মিক জ্ঞানসম্পন্ন কারো দিকনির্দেশনা লাভ করতে পারেন। পেশাক্ষেত্রে আশাব্যঞ্জক কোনো খবর পেতে পারেন। কেউ কেউ দক্ষতা ও যোগ্যতা অনুসারে সম্মানিত হতে পারেন। সাংগঠনিক কর্মকাণ্ডে এমন কিছু করা ঠিক হবে না যাতে করে সমস্যা সৃষ্টি হয়। খেয়ালিপনার ফলে কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : জীবন ও জগৎ সম্পর্কে নতুন কোনো জ্ঞান বা ধারণা লাভ করবেন। গোপন কোনো বিষয় সম্পর্কে তথ্য লাভ করতে পারেন। ধর্মীয় সচেতনতা বাড়তে পারে। আধ্যাত্মিক জ্ঞানসম্পন্ন কারো দিকনির্দেশনা পেতে পারেন। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। শিক্ষা ও গবেষণায় সাফল্য আসতে পারে। পেশাগত বিষয়ে বুঝেশুনে কাজ করুন। আয় উপার্জনের পথে ধীর গতিতে অগ্রগতি হতে পারে। সফল হতে চাইলে সবসময় কাজে ব্যস্ত থাকুন। (জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।) জ্যোতিষশাস্ত্রভিত্তিক কোনো সেবা কিংবা পরামর্শের জন্য যোগাযোগ করুন এই ঠিকানায়: fazleazim09@gmail.com
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com