মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:৩৩

প্রকাশিতঃ শুক্রবার, ০৭ ডিসেম্বর ২০১৮ ০৩:২৯:৪৯ পূর্বাহ্ন

ধেয়ে আসছে পৃথিবীর অন্যতম বিপদ 'বেন্নু', জানাল নাসা!

নাসার মহাকাশযান ‘ওসিরিস রেক্স’ ১২০ কোটি কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে গেছে পৃথিবীর কাছাকাছি থাকা গ্রহাণু বেন্নু'র কাছে। পাড়ি দেওয়া বাকি আর ৮০ কোটি কিলোমিটার। সেখান থেকেই এই মহাকাশযানের প্রদেয় তথ্যে বিজ্ঞানীরা নিশ্চিত করছেন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বেন্নু। পৃথিবীতে এসে ধাক্কাও মারতে পারে বেন্নু। তবে তাতে সময় লাগবে আরও ১৬৬ বছর। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে বেন্নুর উদ্দেশে রওনা দেয় নাসার মহাকাশযান। আগামী আরও ছয় বছর এই গ্রহাণুকে নিরীক্ষণ করবে এই মহাকাশযান। উল্লেখ্য, নাসা পৃথিবীর বিপদ বলে যে ৭২টি গ্রহাণুকে চিহ্নিত করছে, তার মধ্যে অন্যতম বেন্নু। প্রতি ঘণ্টায় ৬৩০০০ মাইল গতিবেগে সূর্যকে প্রদক্ষিণ করছে বেন্নু।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com