শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৫৯

প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ জুন ২০১৮ ০১:২৫:৫৭ পূর্বাহ্ন

তিন চাকার মোটরসাইকেল

তিন চাকার মোটরসাইকেল! তাও আবার সামনে দুই চাকা, পেছনে একটি। বিষয়টি একটু আশ্চর্যের হলেও এবার এমন এক অদ্ভুত বাইক বাজারে এনেছে আন্তর্জাতিক মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ইয়ামাহা। জাপানের বিখ্যাত অটোমোবাইল সংস্থা ইয়ামাহার প্রকাশ করা এ তিন চাকার মোটরসাইকেল নিয়ে ইতিমধ্যে সাইবার দুনিয়ায় ঝড় উঠেছে। উৎপাদনকারী প্রতিষ্ঠান এ মোটরসাইকেলের নাম দিয়েছে ‘নিকেন’। জাপানি ভাষায় ‘নি’ মানে দুই। ‘কেন’ মানে তরবারী। নিকেন মানে দুই তরবারী। বিশেষ এই মোটরসাইকেলটি আসলে একটি স্পোর্টস ঘরানার বাইক। সম্প্রতি জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত ‘৪৫তম বার্ষিক টোকিও মোটর শোতে এই এই বাইকটি প্রদর্শন করেছে ইয়ামাহা।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com