সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:৫৮

প্রকাশিতঃ সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮ ০৩:১১:৫৩ পূর্বাহ্ন

নির্বাচন হোক উৎসবমুখর: জাহিদ হাসান

পাঁচ বছর পর আবারও নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর জন্য প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত হয়ে উঠছেন সংশ্লিষ্টরা। উৎসবমুখর পরিবেশেই আগামী নির্বাচন হবে বলে আশা করছি। আমি চাই সুষ্ঠুভাবেই যেন নির্বাচনটা অনুষ্ঠিত হয়। সব অঙ্গনেই নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। ভোটাররা ভোট দেয়ার জন্য মানসিকভাবে তৈরি হচ্ছেন। সবগুলো দল নির্বাচনে অংশ নিচ্ছে। এটা দেখে বেশ ভালো লাগছে। নির্বাচনী ইশতেহারে রাজনৈতিক দলগুলোর সংস্কৃতি অঙ্গনকে আরও বেশি গুরুত্ব দেয়া দরকার। কারণ, সংস্কৃতি মানুষকে ইতিবাচকভাবে চলার প্রেরণা দেয়। সংস্কৃতি অঙ্গন শক্তিশালী হলে সমাজের নেতিবাচক বিষয়গুলো কমে আসবে। এ অঙ্গনে কাজ করা মানুষগুলো সব সময়ই পিছিয়ে থাকেন। তাই আমি চাইব নির্বাচনী ইশতেহারে যেন সংস্কৃতি অঙ্গনকে গুরুত্ব দেয়া হয়। শুধু সংস্কৃতির জন্যই নয়, যেটা প্রত্যাশা করি সেটা হচ্ছে, আমাদের দেশটা উন্নয়নের দিকে যাচ্ছে। এ উন্নয়নটা যেন আরও ভালো হয়, স্থবিরতা না থাকে, উন্নয়নটা যেন এগিয়ে যায়। পাশাপাশি সম্প্রীতিও যেন বজায় থাকে। আমাদের দেশটাকে সম্প্রীতির দেশ বলে আমি মনে করি। আমি সিরাজগঞ্জে যখন বড় হয়েছি তখন অন্য ধর্মের লোকদের বাসায় আমরা যেতাম, তারা আমাদের বাসায় আসতেন। এই যে একটা সম্প্রীতি তাদের সঙ্গে আমাদের ছিল, সেটা এখনও বজায় রয়েছে। মারামারি, কাটাকাটি এগুলো চাই না। সামনে যে সরকারই আসুক না কেন, তাদের কাছে সম্প্রীতির বাংলাদেশ চাই। ক্ষুধা, দারিদ্র্যমুক্ত দেশ চাই, উন্নয়নশীল দেশ চাই। বর্তমান সরকার ধারাবাহিকতা বজায় থাকলে বিগত দিনের ভুলগুলো যা ছিল, সেগুলো যেন আবারও না হয়- এটাই আমার চাওয়া। জাহিদ হাসান, অভিনেতা ও নির্মাতা
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com