বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:০৩

প্রকাশিতঃ শনিবার, ১৬ মার্চ ২০১৯ ০১:১৫:৫৮ অপরাহ্ন

আমির অভিনয় ছেড়ে দেবেন যদি…

বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ আমির খান। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। এছাড়া পরিচালক ও প্রযোজক হিসেবেও তার খ্যাতি রয়েছে। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত তারে জমিন পার সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয় তার। শোনা যাচ্ছে, আবারো সিনেমা পরিচালনা করতে চলেছেন তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিনেতা জানিয়েছেন, পুরোপুরিভাবে সিনেমা পরিচালনা শুরু করলে অভিনয় ছেড়ে দেবেন তিনি। এ প্রসঙ্গে আমির খান বলেন, ‘সিনেমা পরিচালনার ব্যাপারে আমার আগ্রহ থেকে হঠাৎ করেই তারে জমিন পার পরিচালনা করেছিলাম। সিনেমা নির্মাণ ও অভিনয়ে প্রতি আমার ভালোবাসা রয়েছে এবং দুটিকে বিচ্ছিন্ন করতে পারব না। কিন্তু এই মুহূর্তে আমি বলতে পারি, অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেছি এবং এটিই আমাকে বেশি টানে। যখন আমি পুরোপুরি পরিচালনা শুরু করব, অভিনয় ছেড়ে দিব। তবে এখন অভিনয় ছাড়ার কোনো ইচ্ছা নেই। এজন্য পরিচালনার বাসনা মনের মধ্যে চেপে রেখেছি।’ প্রযোজক হিসেবে লগান, তারে জমিন পার, জানে তু ইয়া জানে না, পিপলি লাইভ, ধোবি ঘাট, দিল্লি বেলি, তালাশ, দঙ্গল, সিক্রেট সুপারস্টার-এর মতো সিনেমা নির্মাণ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোন গতিতে আমি সিনেমা নির্মাণ করি তা নিয়ে কখনো চিন্তা করি না। সাধারণত সবাই লাভের আশায় সিনেমা নির্মাণ করে। কিন্তু আমার মূল উদ্দেশ্য এটা নয়। আমার মূল উদ্দেশ্য সৃজনশীলতা। যতক্ষণ পর্যন্ত আমরা ভালো চিত্রনাট্য পাই না, সিনেমা নির্মাণ করি না।’ আমিরের পরবর্তী সিনেমা লাল সিং চাড্ডা। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত টম হ্যাঙ্কসের ফরেস্ট গাম্প সিনেমা অবলম্বনে তৈরি হচ্ছে এটি। হলিউড সিনেমায় অভিনয়ের ইচ্ছা রয়েছে কিনা জানতে চাইলে আমির বলেন, ‘একজন অভিনেতা হিসেবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমাটির বিষয়বস্তু ও এটি কী বলতে চাইছে। অভিনেতা হিসেবে এটিই আমাকে নাড়া দেয়। তবে এটি সামাজিক সমস্যা নিয়েই হতে হবে তা নয়। এছাড়া কোন দেশের সিনেমা সেটিও খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। জাপান অথবা আফ্রিকা যে দেশের সিনেমাই হোক না কেন এটি যদি আমাকে নাড়া দেয়, আমি এতে অভিনয় করব। তবে হলিউডের প্রতি আমার কোনো বিশেষ আকর্ষণ নেই।’
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com