মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৭:০৩

প্রকাশিতঃ শুক্রবার, ০৯ নভেম্বর ২০১৮ ১২:৩০:০৩ অপরাহ্ন

মার্ভেলের সবচেয়ে দীর্ঘ সিনেমা হচ্ছে ‘অ্যাভেঞ্জার্স ফোর’!

মার্ভেল স্টুডিওর অন্যতম জনপ্রিয় সিনেমা অ্যাভেঞ্জার্স। এ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমা অ্যাভেঞ্জার্স ফোর। ইনফিনিটি ওয়ার সিনেমার পর থানোসের সঙ্গে মার্ভেল সুপারহিরোদের লড়াই দেখতে মুখিয়ে আছেন ভক্তরা। আর ভক্তদের জন্য সুখবর-এ যাবৎ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সবচেয়ে দীর্ঘ সিনেমা হতে যাচ্ছে অ্যাভেঞ্জার্স ফোর। ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন অ্যাভেঞ্জার্স ফোর সিনেমার পরিচালক জো রুসো। সহোদর ভাই অ্যান্থনি রুসোর সঙ্গে যৌথভাবে সিনেমাটি পরিচালনা করছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অ্যাভেঞ্জার্স ফোর সিনেমার বর্তমান রানিং টাইম তিন ঘণ্টা। দেখা যাক, শেষ পর্যন্ত তা থাকে কিনা।’ অ্যাভেঞ্জার্স ফোর সিনেমাটি পোস্ট-প্রোডাকশনের কোন অবস্থায় রয়েছে এমন এক প্রশ্নের উত্তরে এ নির্মাতা বলেন, ‘আমরা সম্পাদনার মাঝামাঝি অবস্থায় রয়েছি। আমরা ভিজ্যুয়াল ইফেক্টের (ভিএফএক্স) কাজ করছি। সিনেমাটিতে মোট তিন হাজারের বেশি ভিএফএক্স দৃশ্য রয়েছে। এর জন্য প্রচুর সময় ও পরিশ্রম প্রয়োজন। আমরা ভিএফএক্স’র প্রাথমিক পর্যায়ে রয়েছি। আমরা এখন অ্যালান সিলভেস্টির সঙ্গে সিনেমা শব্দগ্রহণ এবং এর পাশাপাশি ছবি সম্পাদনার কাজ শুরু করেছি।’ বর্তমানে মার্ভেলের সবচেয়ে দীর্ঘ সিনেমার রেকর্ড রয়েছে অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’র দখলে। সিনেমাটির রানিং টাইম দুই ঘণ্টা চল্লিশ মিনিট। গত অক্টোবরে অ্যাভেঞ্জার্স ফোর সিনেমার শুটিং শেষ হয়। আগামী বছর ৩ মে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। চলতি বছরের ৪ মে বিশ্বব্যাপী পর্দায় মুক্তি পায় অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার সিনেমা। এটি ২০১৮ সালে বিশ্বব্যাপী আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম। জো রুসো ও অ্যান্থনি রুসো পরিচালিত এই সিনেমায় মার্ভেল কমিকসের সব সুপারহিরোর উপস্থিতি রয়েছে। এতে দেখা যায়, পৃথিবীকে ভয়ঙ্কর এক শত্রুর (থানোস) হাত থেকে বাঁচাতে একসঙ্গে অভিযানে নেমেছে আয়রনম্যান থেকে শুরু করে ক্যাপ্টেন আমেরিকা, হাল্ক, থর, ডক্টর স্ট্রেঞ্জ, স্পাইডারম্যান, ব্ল্যাক উইডো, উইন্টার সোলজার, ব্ল্যাক প্যান্থার এবং গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি বাহিনী। ডাউনি জুনিয়র, স্কারলেট জোহানসন, ক্রিস ইভান্স, জেরেমি রেনার, এলিজাবেথ ওলসেন, অ্যান্থনি ম্যাকি, পল রুড, জোয়ি স্যালডানা, চ্যাডউইক বোসম্যান, টম পিটার পিঙ্কলেজ, জশ ব্রোলিনসহ হলিউডের প্রথম সারির একঝাঁক তারকা অভিনয় করেছে এই সিনেমায়।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com