শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৩০

প্রকাশিতঃ শুক্রবার, ১৯ জানুয়ারী ২০১৮ ০৩:৩৩:৩০ পূর্বাহ্ন

বালিঘরে' শুভর বন্ধু যীশু, আবির ও ঋত্বিক

কলকাতার ছবিতে ঢাকাই নায়ক আরিফিন শুভ অভিনয় করছেন খবরটি গত বছরের শেষদিক থেকেই আলোচিত হচ্ছে। এবার জানা গেল নতুন খবর। ঢাকায় আসছেন কলকাতার পরিচালক অরিন্দম শীল। তার ছবিতে অভিনয় করছেন ঢালিউড নায়ক আরিফিন শুভ। আর এতে শুভর সঙ্গে থাকছেন ঢাকাই শোবিজের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছবিটির নাম ‘বালিঘর’। চার বন্ধুর গল্প দিয়ে সাজানো হয়েছে ছবিটির গল্প। চার বন্ধুর মধ্যে অনেক দিন দেখা না হওয়ার গল্প থাকবে এতে। এই চার বন্ধুর মধ্যে তিন বন্ধুর চরিত্রে অভিনয় করছেন কলকাতার যীশু সেনগুপ্ত, আবির চ্যাটার্জি ও ঋত্বিক চক্রবর্তী ও আরিফিন শুভ। বেঙ্গল ক্রিয়েশনস ও নাথিং বিয়ন্ড সিনেমার ব্যানারে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হবে ‘বালিঘর’। ছবিটি প্রসঙ্গে আরিফিন শুভ বলেন,‘অরিন্দম শীল একজন বড় মাপের পরিচালক। তার ছবিতে কাজ করা আমার জন্য অবশ্যই বড় পাওয়া। এ ছবিতে আমার চরিত্র একজন শেফের। ফেব্রুয়ারি মাস থেকেই ছবিটির শুটিং শুরু হবে। শেষ হবে এপ্রিলে। এদিকে কলকাতার নায়িকা ঋতুপর্ণার সঙ্গে জুটি হয়ে আরও একটি ছবিতে অভিনয় করার কথা রয়েছে শুভর।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com