শনিবার, ০৪ মে ২০২৪, ১১:২২

প্রকাশিতঃ সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮ ০৮:৫৯:১৪ পূর্বাহ্ন

ক্ষমতায় গেলে পিইসি-জেএসসি পরীক্ষা বাতিল করবে ঐক্যফ্রন্ট

ক্ষমতায় গেলে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা বাতিল করা হবে বলে ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী ইশতেহারে এ ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন এই জোট। সোমবার (১৭ ডিসেম্বর) রাজধানীর হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না। এর আগে সূচনা বক্তব্য দেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। ইশতেহারে জাতীয় ঐক্যফ্রন্ট যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো হচ্ছে: ১. জাতীয় ঐক্য গড়া ২. রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা হবে ৩. পরপর দুই মেয়াদের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবে না ৪. মত প্রকাশের স্বাধীনতা ও নাগরিকরদের নিরাপত্তা বিধান নিশ্চিত করা হবে ৫. তৈরি করা হবে নির্বাচনকালীন সরকারের বিধান ৬. বাতিল করা হবে ডিজিটাল নিরাপত্তা আইন ৭. প্রথম বছরে বাড়বে না বিদ্যুৎ ও গ্যাসের দাম ৮. নিশ্চিত করা হবে প্রবাসীদের ভোটাধিকার ৯. সব নাগরিককে স্বাস্থ্য কার্ড দেয়া হবে ১০. পুলিশ ও সামরিক বাহিনী ব্যতিত সরকারি চাকরিতে প্রবেশের কোনো বসয়সীমা থাকবে না এবং সরকারি চাকরিতে শুধুমাত্র অনগ্রসর জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য কোটা ছাড়া আর কোনো কোটা থাকবে না ১১. পিএসসি-জেএসসি পরীক্ষা বাতিল করা হবে ১২. বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম পুরোপুরি বন্ধ করা হবে ১৩. অর্থ পাচার রোধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে ও পাচারকৃত অর্থ ফেরত আনা হবে ১৪. যুদ্ধাপরাধের বিচার অব্যাহত থাকবে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com