সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১১:৫২

প্রকাশিতঃ সোমবার, ১৯ নভেম্বর ২০১৮ ০৫:১৭:২৩ পূর্বাহ্ন

সমাপনী পরীক্ষা: ইংরেজিতে অনুপস্থিত দেড় লাখ

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিন সারা দেশে ১ লাখ ৬০ হাজার ১৬৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এদিন সারা দেশে কোনো পরীক্ষার্থী বহিষ্কার হয়নি বলে রোববার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে। প্রথম দিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে ইংরেজি বিষয়ের পরীক্ষা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, প্রাথমিক সমাপনীতে ১ লাখ ১৭ হাজার ৭৫৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে ৬৩ হাজার ৮৬২ জন ছাত্র এবং ৫৩ হাজার ৮৯১ জন ছাত্রী। অন্যদিকে ইবতেদায়ীতে ৪২ হাজার ৪১৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে ২৬ হাজার ৬ জন ছাত্র এবং ১৬ হাজার ৪০৯ জন ছাত্রী। ইংরজি পরীক্ষায় প্রাথমিক সমাপনীতে ৪ দশমিক ২৪ শতাংশ এবং ইবতেদায়ীতে ১৩ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। ৭ হাজার ৪১০টি কেন্দ্রে রোববার থেকে একযোগে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা, যাতে অংশ নেয়ার জন্য নিবন্ধন করে ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন ক্ষুদে শিক্ষার্থী।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com