শনিবার, ০৪ মে ২০২৪, ১১:৫৬

প্রকাশিতঃ সোমবার, ২২ জানুয়ারী ২০১৮ ০৯:৪৫:২১ পূর্বাহ্ন

ব্যক্তিগত কর্মকর্তার দুর্নীতি সম্পর্কে জানতাম না: শিক্ষামন্ত্রী

নিজের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মো. মোতালেব হোসেনকে গ্রেফতারের পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মোতালেবের দুর্নীতি প্রসঙ্গে বলেছেন,‘কেউ কোনও অন্যায়, দুর্নীতি বা ঘুষের মধ্যে জড়াবে না (চাকরিবিধিতে) এরকম তো বলা আছেই। কিন্তু তারা এধরনের কাজে জড়িত তা আগে জানতাম না।’ আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরেছে বলে এখন তো আমরা শিওর হলাম। নিশ্চয় তার বিরুদ্ধে অভিযোগ আছে। সেটা কোর্টে প্রমাণ হবে, তার শাস্তি হবে। সেই অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন,আমরা কখনো কোনও অন্যায়কারী, ঘুষ খাওয়া, দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত, বে আইনি কাজের সঙ্গে সম্পৃক্ত কোনও লোককে প্রশ্রয় দেবো না। ওই অপরাধে অপরাধী হলে চাকরিবিধি অনুসারে যে ব্যবস্থা আছে সেটা নেওয়া হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এর আগে গতকাল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মো. মোতালেব হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ে প্রেষণে কর্মরত উচ্চমান সহকারী নাসিরউদ্দিন ও হেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিনকে গ্রেফতার করা হয়। রবিবার সকাল সাড়ে ৮টায় শিক্ষা মন্ত্রণালয়ের রিসিভ ও ডেসপাস শাখার উচ্চমান সহকারী মো. নাসিরুদ্দিনকে এক লাখ ত্রিশ হাজার টাকাসহ গুলশান এলাকা হতে গ্রেফতার করা হয়। পরে তার সঙ্গে যোগাযোগের সূত্র ধরে মোতালেব হোসেনকে গ্রেফতার করা হয়।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com