বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:০৪

প্রকাশিতঃ বুধবার, ২২ নভেম্বর ২০১৭ ০৭:৫৩:৪৭ অপরাহ্ন

পিইসি পরীক্ষার প্রশ্ন ফাঁস

প্রাথমিকের শিশুদের শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। পরীক্ষার আগের রাতে পিইসির প্রশ্ন-উত্তর পেতে অনেকের ব্যস্ত সময় কাটছে ফেইসবুক গ্রুপ ও পেইজে। বুধবার সকাল ১১টা থেকে দেড়টা পর্যন্ত দেশজুড়ে একযোগে পিইসির ‘প্রাথমিক বিজ্ঞান’ পরীক্ষা হয়। এই পরীক্ষার প্রশ্ন পেতে আগের দিন বিকাল থেকেই ফেইসবুক গ্রুপগুলোতে অনেককে পোস্ট ও কমেন্ট করতে দেখা যায়। রাতে ও সকালে এসব গ্রুপে প্রশ্ন ও উত্তর পোস্ট করা হয়। পরীক্ষা শেষে ঢাকা অঞ্চলের প্রশ্নের সঙ্গে তার মিল পাওয়া যায়। এর মধ্যে 'চঝঈ ঔঝঈ ঝঝঈ ঐঝঈ ছঁবংঃরড়হ ঝঁমমবংঃরড়হ. অষষ ইড়ধৎফ ঊীধসরহব ২০১৮+২০১৯+২০+২১ ইউ’ নামের একটি পাবলিক গ্রুপে ‘গফ জধংবষ’নামের একজন সকাল ৯টা ৫৫ মিনিটে প্রশ্নের ছবি পোস্ট করেন। পরীক্ষা শেষে দেখা যায়, ফাঁস হওয়া এ প্রশ্নের সাথে ঢাকা অঞ্চলের প্রশ্ন হুবহু মিলে গেছে। এই ফেইসবুক গ্রুপের সদস্য সংখ্যা ৫৪ হাজার। জেএসসি পরীক্ষার প্রশ্ন-উত্তর আসার পর থেকে গ্রুপটিতে সদস্য সংখ্যা বাড়তে থাকে। পিইসি পরীক্ষা শুরুর পর ফের সদস্য বাড়তে দেখা গেছে। প্রশ্ন ফাঁসকারীদের মতো প্রশ্ন অনুসন্ধানে পোস্ট ও মন্তব্যকারীদের সংখ্যাও কম নয় এ গ্রুপে। এ গ্রুপের আরেক সদস্য ‘ঋড়পঁং ইড়ু জড়হু’ রাত ২টার পরে কয়েক সেট প্রশ্ন ও উত্তর পোস্ট করেন। প্রাথমিক বিজ্ঞান প্রশ্নের রচনামূলক অংশের ১০টি প্রশ্নের মধ্যে চারটি প্রশ্নই তার দেওয়া প্রশ্নপত্রে রয়েছে। এদিকে ‘চঝঈ ঔঝঈ ঝঝঈ ঐঝঈ ঊীধস ঐবষঢ়রহম ঈবহঃবৎ’ নামের একটি ফেইসবুক গ্রুপে ‘ঞড়ষব কযধহ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে সকাল ১০টা ০১ মিনিটে দুটি প্রশ্নপত্র পোস্ট করা হয়। তার একটি হুবহু মিলে যায় ঢাকা অঞ্চলের প্রশ্নের সাথে। এ গ্রুপের সদস্য সংখ্যা ২২ হাজার। দুটি ফেইসবুক গ্রুপেই বিনা টাকায় প্রশ্ন ফাঁস করা হয়েছে। তবে প্রশ্ন ফাঁস না করার আহ্বান জানিয়ে ফেইসবুকে পোস্ট দিচ্ছেন অনেকে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com