মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:৩৮

প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ ০২:১০:৪৩ অপরাহ্ন

ছয় দফা দাবি, নর্থ সাউথে ফের বিক্ষোভ

ছয় দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। সোমবার দুপুরের দিকে শিক্ষার্থীরা এক নম্বর গেটের সামনে অবস্থান নেন। এরআগে গতকালও বিক্ষোভ করেছিলেন তারা। শিক্ষার্থীরা জানান, করোনা পরিস্থিতিতে গত সেমিস্টারে ২০ শতাংশ টিউশন ফি মওকুফ করা হয়েছিল। কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি না হলেও এবার এ সুবিধা বাতিল করা হয়েছে। কতৃপক্ষকে বারবার অনুরোধ করেও কোনো সাড়া পাওয়া যায়নি। বর্তমানে তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। দাবি আদায়ে গতকাল রোববার প্রায় তিন ঘণ্টা ভিসিকে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা।

আজ সকাল থেকে আন্দোলনকারীরা নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যাম্পাসে সমবেত হতে থাকেন।

দুপুর ১২টায় শতাধিক শিক্ষার্থী প্ল্যাকার্ড নিয়ে ছয় দফা দাবি আদায়ে ক্যাম্পাসে অবস্থান নেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- ২০ শতাংশ টিউশন ফি ওয়েভার, কোটা ও ফলাফলের ওপর প্রাপ্ত ওয়েভারের সঙ্গে অতিরিক্ত ২০ শতাংশ যুক্ত, অর্থনৈতিক সমস্যাগ্রস্ত শিক্ষার্থীদের শতভাগ ওয়েভার প্রদান, সেমিস্টার ফির সঙ্গে অতিরিক্ত অর্থ আদায় না করা, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধ করা।

43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com