সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:৫০

প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮ ১১:২৫:৪৩ পূর্বাহ্ন

ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে ২৬.২১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় কেন্দ্রীয় ভর্তি অফিসে এই ফল প্রকাশ করেন। এসময় ঘ ইউনিটের সমন্বয়কারী সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম উপস্থিত ছিলেন। প্রকাশিত ফলাফলে দেখা যায়, ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল ৭০ হাজার ৪৪০জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১৮ হাজার ৪ শ ৬৩জন শিক্ষার্থী। পাসের হার ২৬.২১শতাংশ। প্রসঙ্গত গত শুক্রবার ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। একজন ভর্তিচ্ছুর মেসেঞ্জারে পরীক্ষার পূর্বে ৯টা ১৭ মিনিটে উত্তরসহ পরীক্ষার ৭২টি প্রশ্ন পাওয়া যায়। এই প্রশ্নের সাথে ভর্তি পরীক্ষার প্রশ্ন হুবহু মিল পাওয়া যায়। গত তিন বছরে ঘ ইউনিটে পাসের হার পরিসংখ্যান দেখা যায়, ২০১৫-১৬ সেশনে পাসের হার ছিল ৯.৯৪ শতাংশ, ২০১৬-১৭ সেশনে পাসের ছিল ৯.৮৩ শতাংশ, ২০১৭-১৮ সেশনে ঘ ইউনিটে সম্মিলিত পাসের হার ছিল ১৪. ৩৫ ভাগ। কিন্তু ২০১৮-১৯ সেশনে পাসের হার । যা অন্যবারের তুলনায় দ্বিগুণ। প্রশ্নফাঁসের অভিযোগের মধ্যে পাসের হার এত বেশি কি প্রমাণ করে এমন প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, প্রশ্ন তুলনামূলক সহজ হ‌য়ে‌ছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com