মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:৩৫

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০ ০৭:৪৭:৪৫ পূর্বাহ্ন

সাভারে ছুরিকাঘাতে মুস্তাফিজকে হত্যার কথা স্বীকার এক আসামির

সাভার প্রতিনিধি

সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মুস্তাফিজুর হত্যকান্ডের ঘটনায় গ্রেপ্তার এক আসামি ছিনতাই ও হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। গ্রেপ্তার আরেকজনসহ দুই আসামিকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

মঙ্গলবার বিকেলে ঢাকা মুখ্য বিচারিক আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান শিকদার এই আদেশ দেন।

এর আগে র‌্যাব সোমবার দিবাগত গভীর রাতে সাভারের রাজাশন এলাকা থেকে তাদের আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। দুপুরে পুলিশ গ্রেপ্তার দুই আসামিকে ঢাকা মুখ্য বিচারিক আদালতে প্রেরণ করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, গ্রেপ্তার আজাদ শরীফ ছিনতাই ও হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। পরে শুনানি শেষে বিজ্ঞ বিচারক মুস্তাফিজুর হত্যাকান্ডে গ্রেপ্তার রনিসহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গেল শনিবার (২৪ অক্টোবর) ভোর বেলা দেশের বাড়ি রাজশাহী থেকে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফেরেন মুস্তাফিজুর রহমান। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। সাভারের গ্লোরিয়াস স্কুল এন্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা পদে করামরত ছিলেন মুস্তাফিজুর।

43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com