মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:৩৪

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০ ০৯:৪৮:৩৩ অপরাহ্ন

রায়হান হত্যা

এএসআই আশেক ৫ দিনের রিমান্ডে

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনের শিকার হয়ে রায়হান আহমদের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার সহকারী উপপরিদর্শক আশেক এলাহীকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন বলে জানান পিবিআইয়ের পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মহিদুল ইসলাম।

উল্লেখ, গত ১১ই অক্টোবর ভোররাতে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে গুরুতর আহত হন রায়হান। এরপর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার ঘণ্টাখানেক পরেই মারা যান তিনি।

43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com