রোববার, ০৫ মে ২০২৪, ০১:২৫

প্রকাশিতঃ বুধবার, ০৮ নভেম্বর ২০১৭ ০৯:২৮:০৫ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় অনৈতিক কাজের অভিযোগে দুজনকে নির্যাতন

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গোবরগাড়া গ্রামে অনৈতিক কাজের অভিযোগ তুলে রিনা খাতুন (২৫) ও আরিফুল ইসলাম (৪৫) কে বৈদ্যুতিক খুটির সাথে বেধে নির্যাতন করেছে রিনার স্বামী ফরজ আলীসহ তার লোকজন। মঙ্গলবার সন্ধ্যায় গ্রাম্য শালিস বৈঠকে রিনার নামে ১০ কাঠা জমি দেয়ার প্রতিশ্রুতিতে বিষয়টি মিমাংসা করেছে তিতুদহ ইউনিয়ন চেয়ারম্যান আক্তার হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। গ্রামবাসী জানায়, গত মঙ্গলবার ভোরের দিকে গোবরগাড়া গ্রামের আরিফুল ইসলাম প্রতিবেশী ফরজ আলীর বাড়ীতে প্রবেশ করলে এলাকাবাসী তাদেরকে আটক করে রাখে। ঘটনার পর স্বামী ফরজ আলীসহ তার পরিবারের লোকজন বৈদ্যুতিক পোলের সাথে রিনা ও আরিফুল ইসলামকে দড়ি দিয়ে বেধে রেখে নির্যাতন করে। গ্রাম্য শালিস বিচারের স্বার্থে মঙ্গলবার সকালে তাদের দড়ির বাধন খুলে পুনরায় ঘরের মধ্যে আটক করে রাখা হয়। সন্ধ্যায় চেয়ারম্যান, মেম্বার ও গ্রাম্য মাতব্বরদের নিয়ে শালিস বৈঠকের পর রিনার ভবিষ্যতের কথা চিন্তা করে রিনার নিজ নামে ১০ কাঠা জমি দেয়ার শর্তে মিমাংসা করেন শালিসের মাতব্বররা। আগামী রোববার ওই জমি রিনার নামে রেজিষ্ট্রী করে দিবে বলেও জানায় গ্রামবাসী। তিতুদহ ইউনিয়ন চেয়ারম্যান আক্তার হোসেন জানান, দড়ি দিয়ে বেধে রাখার বিষয়টি আমার জানা নেই। তবে মেয়েটির ভবিষ্যতের কথা ভেবে ১০ কাঠা জমির বিনিময়ে আরিফুল ইসলামকে ছেড়ে দেয়া হয়। তিতুদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই লিটন গাজী জানান, খবর পেয়ে সকালে সেখানে গিয়েছিলাম। গিয়ে দেখলাম তাদেরকে বেধে রাখা হয়েছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com