শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:৫৫

প্রকাশিতঃ বুধবার, ২৫ নভেম্বর ২০২০ ০৫:৪০:৪৩ পূর্বাহ্ন

ফেনীর ফুলগাজীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত

মহিউদ্দিন মহি খন্দকার , ফেনী জেলা প্রতিনিধি

"পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি" এই স্লোগানকে সামনে রেখে ২৪ নভেম্বর মঙ্গলবার ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ২২টি শিক্ষা প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণে করেন। বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ক উপস্থিত বক্তব্য ও বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। ফেনীর ফুলগাজীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল আলম আজমীর, থানার ওসি তদন্ত মোহাম্মদ আলী, ফুলগাজী মহিলা কলেজের অধ্যক্ষ আশীষ কুমার লোদ, ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এনামুল হক, ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মহিউদ্দিন প্রমুখ। করোনাকালীন সময়ে এই মেলার সময় কমিয়ে একদিনের মধ্যে সম্পন্ন করার প্রত্যয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি বিভিন্ন বিজ্ঞানসম্মত প্রকল্প উপস্থাপন করেছে। পরে প্রকল্পগুলো পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। বিকালে বিজ্ঞান মেলায় উপস্থাপিত বিভিন্ন প্রজেক্ট, উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে পুরস্কার প্রদান করা হয়।

43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com