রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:১৩

প্রকাশিতঃ শনিবার, ০৪ সেপ্টেম্বর ২০২১ ০১:৪৬:২৫ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়াতে করোনায় তৃতীয় বাংলাদেশীর মৃত্যু

করোনা ভাইরাসে অস্ট্রেলিয়ায় বাংলাদেশীদের আক্রান্তের  সংখ্যা ও মৃত্যুর সংখ্যা দুটোই বেড়েই চলছে। এ পর্যন্ত কমপক্ষে ৩জন বাংলাদেশী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। সর্বশেষ সিডনির বাংলাদেশী কমিউনিটির  পরিচিত মুখ রোজল্যান্ড নিবাসী আনোয়ারুল আলম বিজু গত রাত ১২টার দিকে করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।  তিনি অস্ট্রেলিয়ার তৃতীয় বাংলাদেশী যিনি করোনায় মারা গেলেন।সদ্য প্রয়াত আনোয়ারুল আলম বিজু প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে গত ২০ আগষ্ট সিডনির  ল্যাকেম্বার বাসিন্দা ৬৭  বয়স্ক এক বাংলাদেশী করোনায় আক্রান্ত হয়ে  রয়েল প্রিন্স আলফ্রেড হসপিটালে চিকিৎসাধীন অবস্হায় ইন্তেকাল করেন। 

এছাড়া গত ১ অগাস্ট সিডনির হোলসওরদ্ধি নিবাসী প্রবাসী বাংলাদেশী মোহাম্মদ আসাদুজ্জামান (৯৬) লিভারপুল হাসপাতালে ইন্তেকাল করেন।  

বিভিন্ন সূত্রে জানা গেছে করোনাভাইরাসে সিডনিতে শতাধিক বাংলাদেশী আক্রান্ত হয়েছেন। এছাড়া গত কয়েকদিন ধরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে বাংলাদেশী কমিউনিটিতে।যার মধ্যে বেশীর ভাগ সিডনি শহরের বিভিন্ন সাবারবের।এ উপশহরগুলোতেই বেশীর ভাগ বাংলাদেশীদের বসবাস।কয়েকজনের বিষয়টি সোস্যাল মিডিয়া বা তাদের আত্মীয় স্বজনদের মাধ্যমে পাওয়া গেলেও অনেকের বিষয়টি গোপন রয়ে যাচ্ছে।বেশ কয়েকটি পরিবারের সকলেই আক্রান্ত হয়েছেন।যে সকল পরিবারের সকল সদস্য আক্রান্ত তারা নিধারুণ কষ্টে পার করছেন।প্রতিদিন নতুন নতুন আক্রান্তের খবরে উদ্বেগ বাড়ছে কমিউনিটিতে।

পরিবারের কথা চিন্তা করে অনেকে করোনায় আক্রান্তের বিষয়টি গোপন রাখার চেষ্টা করছেন।বর্তমান আক্রান্তরা ছাড়াও এর মধ্যে বেশ কয়েকজন সুস্থ হয়েছেন বা সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে কোভিড-১৯ বিস্তার রোধে নিউ সাউথ ওয়েলস সরকার ইতিমধ্যে বাংলায় বিভিন্ন বিজ্ঞাপন ও প্রচারপত্র প্রকাশ করছে।

নিউ সাউথ ওয়েলস সরকার একের পর এক বিধিনিষেধ আরোপ ও ভ্যাকসিন প্রদান হার বাড়িয়েও  লাগাম ধরে রাখতে পারছে না। প্রতিদিন হাজারের উপর আক্রান্ত হচ্ছে। গত জুন থেকে এপর্যন্ত করোনাভাইরাসে ডেল্টা ভিরিয়েন্টে শতাধিক মানুষের মৃত্যুবরণ করেছেন রাজ্যটিতে। অস্ট্রেলিয়াতে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৬,২১২ এর মধ্যে মারা গেছে ১০০৬।

43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com