মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:২৭

প্রকাশিতঃ শনিবার, ২০ মার্চ ২০২১ ১১:০৯:৪৮ অপরাহ্ন

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ভার্চ্যুয়াল আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্টিত

১৭ মার্চ বুধবার বিকাল ৫টায় সদ্য প্রয়াত দেশবরেণ্য কৃতি সন্তান সকলের প্রিয় জননেতা মাহমুদুস সামাদ চৌধুরী (কয়েছ) এম.পি, সাবেক উপরাষ্টপতি ব্যারিষ্টার মওদুদ আহমেদ স্মরণে ও ঢাকা জালালাবদ এসোসিয়েশন এর সহ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর রোগ মুক্তি কামনা এবং নিউইয়কে প্রয়াত গোলাপগঞ্জ এসোসিয়েশন এর উপদেষ্টা আব্দুল হান্নান চৌধুরীর আত্নার মাগফেরাত কামনা করে জালালাবাদ এসোসিয়েশন অব আমিরিকা ইনক এর ব্যবস্হাপনায় ভার্চুয়াল পদ্বতিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।

সংগঠের সভাপতি মইনুল হক চৌধুরী হেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজের পরিচালনায় প্রথমেই সভাপতি সুচনা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও মৌলানা রসিদ আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে মুল অনুষ্টান শুরু হয়, পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের ভাই জালালাবাদ এসোসিয়েশন অব ইউকের প্রধান উপদেষ্টা এবং চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, জালালাবাদ এসোসিয়েশন অব আমিরিকার সহ সভাপতি আহবাব চৌধুরী খোকন। পর্যায়ক্রমে বহিঃবিশ্ব জালালাবাদ কর্মকর্তাগন আলোচনায় অংশ গ্রহন করেন, জালালাবাদ এসোসিয়েশন অব ইউকে সভাপতি মুহিবুর রহমান মুহিব, সাধারণ সম্পাদক আমিনুল হক জিল্লু, সহ সাধারণ সম্পাদক মুহিব উদ্দীন চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের ঢাকার সহ সভাপতি আব্দুল মজিদ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন ইটালীর সভাপতি অলি উদ্দীন শামীম, প্রচার সম্পাদক মিনহাজ হোসেন, জালালাবাদ এসোসিয়েশন সৌদি আরব সভাপতি কাপ্তান হোসেন, জালালাবাদ এসোসিয়েশন বাহরাইন সভাপতি কয়েছ আহমদ, সহ সভাপতি মানিক মিয়া, সাধারন সম্পাদক নজরুল ইসলাম সম্রাট, অনুপম নিউজ সম্পাদক ও পীর হাবিবুর রহমান ফাউন্ডেশন সম্পাদক মুহিব উদ্দীন চৌধুরী, ইউকে বিটিভির চেয়ারম্যান মকিস মনসুর, ইউকে প্রবাস টিভির পরিচালক হান্নান মিয়া, ইউকে সিলটর টিভির পরিচালক সেবুল চৌধুরী, জালালাবাদ বার্তা কানাডার সম্পাদক রুহুল কুদ্দুস চৌধুরী, ইউকে স্বাধীন বাংলা টিভির পরিচালক নিপু কোরেশী, জালালাবাদ সোসাইটির মিশিগানের সাধারণ সম্পাদক সোলেমান আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, সাবেক সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী, ইংলান্ড থেকে নাসির উদ্দিন , ফারুক খান, পিলাডেলপিয়া থেকে জাহেদ চৌধুরী প্রমুখ। সম্মানীত আলোচকবৃন্দ মরহুম গণের বর্ণাঢ্য গৌরবময় সাফল্য এবং বিভিন্ন অজানা চমকপ্রদ জীবনালেখ্য উপস্থাপনার মাধ্যমে একটি প্রাণবন্ত আলোচনা উপহার দেন। উক্ত আলোচনায় আরো যারা অংশগ্রহন করেন আজমল হোসেন কুনু বর্তমান ট্রাষ্টি বোর্ড ও সাবেক সভাপতি সভাপতি জালালাবদ এসোসিয়েশন ও বাংলাদেশ সোসাইটি, এম এম শাহীন সাবেক এমপি ও বতমান ট্যাষ্টি বোড সদস্য এবং ঠিকানা গুপের চেয়ারম্যন, ট্যষ্টিবোড সদস্য এড.নাচির উদ্দীন ও বীর মুক্তিযোদ্ধা তোফায়ে আহমদ চৌধুরী, সাবেক ট্রাষ্টি এম এ ছালাম, বাংলাদেশ সোসাইটির উপদেষ্টা আব্দুল হাসিম হাসনু, সিলেট সদর সমিতির সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী, হবিগন্জ জেলা কল্যাণের সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাই, মৌলভীবাজার ডিষ্টিক সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দীন, সাবেক সভাপতি সোহান আহমেদ টুটুল, ফাউন্ডেশন অব গ্রেটার জৈন্তা নিউ ইয়র্ক সভাপতি রসিদ আহমদ, সাধারণ সম্পাদক জামিল আনসারী, শ্রীমঙ্গল সমিতির সভাপতি মামুনুর রসিদ শিপু , বিশিষ্ট রারনীতিবিদ শেখ আতিকুল ইসলাম, কুলাউড়া সমিতির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন জালাল, ওসমানী নগর এসোসিয়েশনের সভাপতি বসির উদ্দীন, বাংলাদেশ কালচারাল এসোসিয়েশনে সাধারণ সম্পাদক সারোয়ার চৌধুরী, বৃন্দাবন কলেজ এলামনাইর সভাপতি সৈয়দ মুজিবুর রহমান, ব্রন্স বাংলাদেশ সোসাইটির সভাপতি সামাদ মিয়া, বিয়ানীবাজার সামাজিক ও সাংকৃতিক সমিতির সাবেক সভাপতি মাসুদুল হক ছানু , জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি মনজুর চৌধুরী জগলু, সহ সভাপতি মো:জুসেফ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক আব্দুল করিম,সাবেক কর্মকর্তা জাবেদ আহমেদ, বিশিষ্ট রাজনিতীবিধ কপিল আহমেদ চৌধুরী, সিলেট সদর সমিতির সহিদুল হক রাসেল জালালাবদ এসোসিয়েশন এর মহিলা সম্পাদিকা সুতিপা চৌধুরী প্রচার সম্পাদক বুরহান উদ্দিন, কার্যকরী সদস্য হেলিম উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে সদ্য প্রয়াত মরহুমগণের এবং সকল মুসলিম উম্মার মাগফেরাত কামনায় মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন জালালাবদ এসোসিয়েশন এর সাবেক সহসভাপতি জনাব মাওলানা সাইফুল আলম সিদ্দীকি। পরিশেষে সভাপতি অংশ গ্রহণকারী সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।

43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com