মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১১:৪৫

প্রকাশিতঃ রোববার, ১০ ডিসেম্বর ২০১৭ ০২:৪৩:১৬ অপরাহ্ন

লেবাননে বাংলাদেশীকে নির্মমভাবে হত্যা

লেবাননের মনসুরিয়া এলাকায় নিরু নামে এক বাংলাদেশীকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছে আব্দুল্লাহ আল হেরুন নামে আরেক বাংলাদেশীর বিরুদ্ধে। মনসুরিয়ার মেইন রোডে কাজ শেষে বাসায় ফেরার পথে আব্দুল্লাহ নিরুর বুকে ছুরি বসিয়ে দেয়। গতকাল শনিবার সন্ধ্যা ৫টার দিকে লেবাননে এঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, নিরুর বুকে ছুড়ি দিয়ে দু’টি আঘাত করা হয়, এতে নিরুর ফুসফুসে ভেদ করে এবং প্রচণ্ড রক্তক্ষরণে তার মৃত্যু হয়। আব্দুল্লাহ রাত ১২ টায় বাংলাদেশী প্রবাসীদের সহযোগিতায় মোকাল্লেস এলাকা থেকে লেবানন পুলিশের হতে গ্রেফতার হন। এখনো খুনের কারণ জানা যায়নি। নিরুর লাশটি বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রয়েছে। এলাকাবাসী ও বিভিন্ন সূত্রে জানা যায়, নিরু এবং আব্দুল্লাহ একই মালিকের কাজ করত এবং একই রুমে থাকত, তাদের সাথে প্রায়ই নারী সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি হত। ঘটনার দিন হয়ত সেরকম কিছু হয়েছিল। বাংলাদেশ দূতাবাস জানায়, পুলিশ রিপোর্ট এখনো দূতাবাস হাতে পাননি, খুনি ধরা পরেছে, পুলিশ রিপোর্ট হাতে পেলে খুনের আসল রহস্য জানা যাবে। তবে সৃষ্ট ঘটনায় হতাশ বাংলাদেশী প্রবাসীরা, প্রবাসের বাড়িতে একজন বাংলাদেশী কি করে এমন নৃশংস ঘটনা ঘটাতে পারে এ নিয়ে হতবাক লেবানিজ নাগড়িকরাও।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com