মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:২৫

প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯ ০৩:০৬:৪১ পূর্বাহ্ন

টরন্টোতে বাংলাদেশি একই পরিবারের চারজনের লাশ উদ্ধার

কানাডার টরন্টোর মারখাম এলাকার একটি বাড়িতে বাংলাদেশি একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকাল ৩টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন-মোহাম্মদ মনির তার স্ত্রী মুক্তা জামান, মনিরের মা ও কন্যা। এ ঘটনায় বাড়ির সামনে থেকে পুলিশ ২০ বছর বয়সী এক যুবককে আটক করেছে। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে। জানা যায়, নিহতরা দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করছেন। সম্প্রতি মনির ও মুক্তা জামান দম্পতির ২৫তম বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে তাদের বাসায় আয়োজিত একটি ঘরোয়া অনুষ্ঠানে অনেক বাংলাদেশি অংশগ্রহণ করেন। নিহতরা টাঙ্গাইল জেলার অধিবাসী। সূত্র: দেশে-বিদেশে.কম
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com