মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:৪১

প্রকাশিতঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০ ১১:২৮:২৮ অপরাহ্ন

বাংলাদেশে শরণার্থী শিবিরে মাস্ক তৈরির জন্য এক লাখ ডলার দিলেন অজ্ঞাতনামা অস্ট্রেলিয়ান

বাংলাদেশের কক্সবাজারের ঘন-বসতিপূর্ণ শরণার্থী শিবিরের জন্য পুনঃব্যবহারযোগ্য মাস্ক তৈরির জন্য ১০০,০০০ ডলার অনুদান দিয়েছে অজ্ঞাতনামা এক অস্ট্রেলিয়ান পরিবার।

অস্ট্রেলিয়া ফর ইউএনএইচসিআর-কে দেওয়া এই অনুদান কাজে লাগবে এইড ওয়ার্কারদের। তারা প্রায় এক মিলিয়ন শরণার্থীর যত্ন নিতে পারবে যারা শরণার্থী শিবিরে কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন।

এই প্রকল্পের আওতায়, শরণার্থী নারীদেরকে অর্থ প্রদান করা হবে পুনঃব্যবহারযোগ্য মাস্ক তৈরির জন্য। এসব মাস্ক তাদের মাঝেই বিতরণ করা হবে। অনিশ্চিত অবস্থায় থাকা বহু শরণার্থী এর ফলে কিছু অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন।

এ পর্যন্ত, ৪২ জন শরণার্থী নারীকে এ কাজের জন্য নিয়োজিত করা হয়েছে এবং তারা ৩৭,৬০০ এরও বেশি মাস্ক তৈরি করেছেন।

 

Source: SBS Bangla Australia

 
 
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com