রোববার, ০৫ মে ২০২৪, ০১:১৬

প্রকাশিতঃ সোমবার, ২৯ অক্টোবর ২০১৮ ০৩:৫১:৪০ পূর্বাহ্ন

মানবপাচারের অভিযোগে ইতালিতে ৬ বাংলাদেশি গ্রেফতার

ইতালির উত্তরপ্রদেশ লিগুরিয়ায় মানবপাচারের অভিযোগে ৬ বাংলাদেশিকে গ্রেফতার করেছে স্থানীয় আলেসসিও পুলিশ। গ্রেফতারকৃত বাংলাদেশিরা হলেন করিম রেজা (৩৪), সজিব মিয়া (২৩), মোহাম্মদ সান্টো (১৮), মেহেদি হাসান (২৩), মাতুব্বর অসীম (২৫), সহিদুল মাতুব্বর (২৩)। জানা যায়, দীর্ঘ অনুসন্ধান শেষে ২৬ সেপ্টেম্বর অভিযোগ তদন্ত নিশ্চিত হলে সাভোনা শহর থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশিদের। এদের মধ্যে দলনেতা হলেন করিম রেজা। পুলিশ এক প্রেস বার্তায় বলেছে, দলনেতা করিম প্রায় ছয় লাখ টাকার বিনিময়ে লিবিয়া থেকে সাগর পথে ইতালিতে মানব পাচার করেন। ইতালিতে পৌঁছাবার পর তাদের দিয়ে অমানবিক কাজ করাতেন। কাজ করতে না চাইলে ভয় দেখিয়ে চলতো অত্যাচার। ইতালিতে ৪ অক্টোবর অভিবাসন ও নিরাপত্তা আইন চালু হয়েছে। যার ফলশ্রুতিতে লিবিয়া থেকে অবৈধভাবে সাগর পথে আসা অভিবাসী ঠেকাতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর পদক্ষেপ নিয়েছেন। আরেকটি সূত্রে জানা যায়, ওইদিন রবিবার সকালেই একজনকে সরাসরি নিজ দেশে ফেরতও পাঠানো হয়েছে। এই চক্রের সাথে জড়িত বাংলাদেশিদের ইতালি গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com