প্রকাশিতঃ বুধবার, ১৮ এপ্রিল ২০১৮ ০৪:৫৯:১৮ পূর্বাহ্ন
এক টুকরো বাংলাদেশকে খুঁজে পেয়েছি প্রবাসের এই আয়োজনে
ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন আঁখি আলমগীর। সংগীতের প্রতিটি ক্ষেত্রেই সরব তিনি। স্টেজ, অ্যালবাম, প্লেব্যাক-এ সব ক্ষেত্রেই সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন দীর্ঘ সময় ধরে। বিভিন্ন গানের মিউজিক ভিডিওতেও বরাবরই অন্যরকম আঁখি আলমগীরকে খুঁজে পাওয়া যায়। গানের বাইরে তিনি উপস্থাপনা এবং বিজ্ঞাপনের মডেল হিসেবেও প্রশংসিত হয়েছেন। এদিকে এই সময়ে নতুন গান ও স্টেজ শো নিয়ে চলছে আঁখির ব্যস্ততা।
বর্তমানে তিনি রয়েছেন অস্ট্রিয়ার ভিয়েনায়। সেখান থেকেই মানবজমিনের সঙ্গে মুঠোফোনে কথা হয় তার। সব মিলিয়ে কেমন আছেন? আঁখি আলমগীর বলেন, খুব ভালো। বৈশাখের আমেজে কয়েকটা দিন পার করলাম। সব মিলিয়ে দিনকালও ভালো কেটে যাচ্ছে। আপনিতো এখন ভিয়েনায়। সেখানেই কি বৈশাখ পালন করেছেন? আঁখি আলমগীর উত্তরে বলেন, আসলে প্রতিটি বৈশাখই শ্রোতাদের সঙ্গে পালন করি আমি। নিজের জন্য আলাদা করে সময় বের করা হয় না। তবে আমি খ্বু উপভোগ করি। এবার দেশে থাকা হয়নি। আগে থেকেই ঠিক ছিলো দেশের বাইরে শো করবো। বৈশাখের এই আয়োজনে প্রথম আমি শো করেছি ফ্রান্সের প্যারিসে। সেখানে খুব ভালো একটি শো হয়েছে। এক টুকরো বাংলাদেশকে খুঁজে পেয়েছি প্রবাসের এই আয়োজনে। খুবই ভালো লেগেছে। এরপর শো করেছি অস্ট্রিয়ার ভিয়েনায়। অসাধারণ একটি শো হয়েছে এখানেও। দর্শক যেমন এনজয় করেছেন আমিও তেমন করেছি। শো এর বাইরে সময় যা পেয়েছি ভিয়েনা ঘুরে দেখার চেষ্টা করেছি। সব মিলিয়ে দারুণ ভালো একটি বৈশাখ কাটলো এখানে। এদিকে বৈশাখ উপলক্ষে বাংলা ঢোল থেকে প্রকাশ পেয়েছে আঁখি আলমগীরের নতুন গানের ভিডিও। ‘বৈশাখি মেলা’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন শহিদুল্লাহ ফরায়জী। আর সুর করেছেন আলাউদ্দিন আলী। গানটিতে পারফর্ম করেছেন আঁখি নিজে। গানটিতে নেচে নেচে আবারও দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। এটি নির্মাণ করেছেন আশিকুর রহমান। এ প্রসঙ্গে আঁখি বলেন, এ গানটি বৈশাখের আনন্দকে বাড়িয়ে দেয়ার জন্যই তৈরি হয়েছিলো। আমার অত্যান্ত শ্রদ্ধেয় সুরকার আলাউদ্দিন আলী এর সুর করেছেন আর কথা লিখেছেন আরেক শ্রদ্ধেয় গীতিকবি শহিদুল্লাহ ফরায়জী। এরপর ভিডিওটি তৈরি হলো। সব মিলিয়ে বেশ ভালো সাড়া পেয়েছি গানটি থেকে। এদিকে সম্প্রতি আরও দুটি গান প্রকাশ হয়েছে আঁখি আলমগীরের। এর মধ্যে একটি হলো আসিফ আকবরের সঙ্গে ‘টিপ টিপ বৃষ্টি’ এবং অন্যটি ‘দুঃখ কথারে’। ‘টিপ টিপ বৃষ্টি’ গানটি এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে। এর ভিডিওতে বৃষ্টিতে ভিজে আসিফ আকবরের সঙ্গে পারফর্ম করেছেন আঁখি। তার পারফরমেন্স বরাবরের মতোই এখানে দর্শক পছন্দ করছেন। এ বিষয়ে আঁখি বলেন, ‘টিপ টিপ বৃষ্টি’ থেকে এত সাড়া পাবো ভাবিনি। আসিফ আকবরের সঙ্গে গানটি গাওয়ার পর মনে হয়েছিলো ভালো কিছু হতে যাচ্ছে। আর ভিডিওর কাজটাও চমৎকার হয়েছে। সব মিলিয়ে গানটি অনেক পছন্দ করছেন শ্রোতা-দর্শক। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। প্লেব্যাকের কি খবর? আঁখি বলেন, সম্প্রতি আমার বাবা নায়ক আলমগীরের ‘একটি সিনেমার গল্প’ ছবিতে একটি গান করেছি। শিরোনাম ‘গল্পকথা’। এর কথা লিখেছেন প্রখ্যাত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার। আর প্রথমবারের মতো সুর করেছেন উপমাহদেশের বিখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। এটা আমার জন্য অনেক বড় একটি পাওয়া। গানটি এরই মধ্যে শ্রোতা-দর্শক বেশ পছন্দ করছেন। সামনে আরও বেশ কিছু প্লেব্যাক করার কথা রয়েছে। ব্যাটে বলে মিললে করে ফেলবো। বর্তমানে অডিও ইন্ডাস্ট্রির অবস্থা কেমন দেখছেন? আঁখি বলেন, বেশ ভালো। যে যার মতো করে গান প্রকাশ করতে পারছে। কেউ কোম্পানি থেকে করছেন, কেউ বা নিজেই নিজের গান প্রকাশ করছেন। এটা বেশ ইতিবাচক দিক। আর গান শোনাটাও এখন বেশ সহজ হয়ে গেছে। তবে আমি চাই সবাই যেন মৌলিক গানের উপর জোর দেয়। মৌলিক জনপ্রিয় গান একজন শিল্পীর জন্য বড় সম্পদ। তাই সেই চেষ্টাটা করা দরকার।