রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:০৬

প্রকাশিতঃ সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮ ০৪:০৬:৩৫ পূর্বাহ্ন

রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরো ৪ নারীর মৃত্যু

রংপুরে শীতে বিভিন্ন স্থানে আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরো ৪ নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ৩ নারী ও রোববার রাত ১০টার দিকে আরো এক নারীর মৃত্যু হয়েছে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। এ নিয়ে এ মাসে আগুনে পুড়ে ১৪ জনের মৃত্যু হল। রংপুর বার্ন ইউনিটের সহকারী পরিচালক নূরে আলম জানান, তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তিন নারী এবং রোববার রাত ১০টার দিকে আরেক নারীর মৃত্যু হয়। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানাতে পারেননি তিনি। এই মাসের শুরুতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আরো সাতজন, শনিবার রাতে দুজন এবং রোববার সকালে আরো এক নারীর মৃত্যু হয়। তারা হলেন- ঠাকুরগাঁও শহরের থানাপাড়ার আঁখি আক্তার (৪৫), রংপুর নগরীর নজিবেরহাট এলাকার বেলাল হোসেনের স্ত্রী আফরোজা খাতুন, রংপুরের জুম্মাপাড়া পাকারমাথার রুমা খাতুন (৬৫), কাউনিয়া উপজেলার গোলাপী বেগম (৩০), লালমনিরহাট সদরের শাম্মী আখতার (২৭), পাটগ্রাম উপজেলার ফাতেমা বেগম (৩২), আলো বেগম (২২), নীলফামারী সদরের রেহেনা বেগম (২৫), রংপুর সিটি কর্পোরেশনের মাহিগঞ্জের চাঁন মিয়ার স্ত্রী মনি বেগম (২৫) এবং নীলফামারী সদরের সোনারমের আমজাদ হোসেনের স্ত্রী মারুফা খাতুন (৩০)।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com