বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:২৩

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ০৫ এপ্রিল ২০১৮ ০৯:৩৩:৪৫ পূর্বাহ্ন

রিয়াদ হত্যা মামলা: ৪ ছাত্রলীগ কর্মীকে অভিযুক্ত করে চার্জশিট

ছাত্রলীগকর্মী ওমর মিয়াদ হত্যা মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরীকে অব্যাহতি দিয়ে ৪ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মামলার এ চার্জশিটকে ছাত্রলীগকর্মী তোফায়েল আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক জাকারিয়া মাহমুদ, ছাত্রলীগ কর্মী রুহেল ও জেলা ছাত্রলীগের সদস্য শওকত হাসান মানিককে আসামি করা হয়েছে। বুধবার মুখ্য মহানগর হাকিম মো. সাইফুজ্জামান হিরোর আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহপরান থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ সরকার। এছাড়া এজাহারভুক্ত ৬ জনকে অব্যাহতি দেওয়ার আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। তারা হলেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক জুবায়ের খান, সাংগঠনিক সম্পাদক ফাহিম শাহ, উপ-দফতর সম্পাদক রাফিউল করিম মাসুম, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার হোসেন চৌধুরী ও সিলেট সিটি কর্পোরেশনের কর্মচারী ফখরুল ইসলাম। শাহপরান থানার ওসি আখতার হোসেন অভিযোগপত্র দাখিলের কথা নিশ্চিত করেছেন। এদিকে মিয়াদ হত্যা মামলার বাদী আকুল মিয়ার পক্ষের আইনজীবী প্রবাল চৌধুরী আদালতে দাখিলকৃত অভিযোগপত্রের ওপর আপত্তি জানিয়েছেন। এ ব্যাপারে বিচারক বাদী পক্ষকে নারাজি আবেদন দাখিলের অনুমতি দিয়ে আগামী ২৩ এপ্রিল মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এছাড়া তোফায়েলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। উল্লেখ্য, গত বছরের ১৬ অক্টোবর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট নগরীর টিলাগড়ে প্রতিপক্ষ গ্রুপের কর্মীদের ছুরিকাঘাতে নিহত হন ওমর আহমদ মিয়াদ (২২) নামের এই ছাত্রলীগ কর্মী। এতে আহত হয়েছিলেন আরও দুই কর্মী। এ ঘটনায় নিহতের পিতা আকুল মিয়া বাদী হয়ে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরীকে প্রধান আসামি ও ১০জনের নাম উল্লেখ করে শাহপরান থানায় একটি হত্যা মামলা (মামলা-৬ তাং ১৮/১০/১৭) দায়ের করেন।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com