মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:২৯

প্রকাশিতঃ বুধবার, ০৪ এপ্রিল ২০১৮ ০৪:১০:২৯ অপরাহ্ন

সিআইডি পরিচয়ে দুই নারীকে তল্লাশি, স্বর্ণালংকার-টাকা ছিনতাই

মাদারীপুর শহরে বুধবার দিনদুপুরে সিআইডি পরিচয়ে দুই নারীকে তল্লাশি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বুধবার সকালে শহরের সুমন হোটেল এলাকা এবং পুরান বাসস্ট্যান্ড এলাকায় দুই নারীর কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই করেছে একটি প্রতারকচক্র। ছিনতাইয়ের শিকার শহরের কলেজ রোড এলাকার সুলতানা পারভীন নামে এক নারী জানান, তিনি বাসা থেকে বের হয়ে সুমন হোটেল এলাকায় এলেই রাস্তা ফাঁকা পেয়ে ৩-৪ জনের একটি দল নিজেদের সিআইডি পরিচয় দিয়ে তাকে তল্লাশি চালায়। এ সময় তার কাছে থাকা স্বর্ণের চেইন, কানের দুল, আংটি ও নগদ টাকা নিয়ে যায়। সামনে একটি অফিস দেখিয়ে এগুলো সেই অফিস থেকে ফেরত নিয়ে যেতে বলে। কিছুক্ষণ পরে ওই অফিসে গিয়ে তিনি জানতে পারেন এটা তাদের অফিস নয়। এই চক্রটিকে আটক করে আইনের আওতায় আনার দাবি জানান এ ভুক্তভোগী নারী। একই কায়দায় বাসস্ট্যান্ড এলাকার সম্পা মণ্ডল নামে এক নারীর কাছ থেকেও স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয় ওই চক্রটি। মাদারীপুর টহল পুলিশের এসআই মো. হাসান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় এক নারীকে কান্না করতে দেখি। পরে সেখানে গিয়ে শুনি ওই নারীর স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে প্রতারকচক্র। এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ওসি মো. কামরুল হাসান বলেন, প্রতারণার মাধ্যমে দুই নারীর কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে একটি চক্র। আমরা চক্রটিকে গ্রেফতারের চেষ্টা করছি। বিভিন্ন স্থানে টহল জোরদার করা হয়েছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com