শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:৫০

প্রকাশিতঃ বুধবার, ৩০ মে ২০১৮ ০১:৪৫:১৬ অপরাহ্ন

গাজীপুরে দেয়াল চাপায় ২ শ্রমিক নিহত

গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের সাইনবোর্ড এলাকায় দেয়াল চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। বুধবার দুপুরে সিটি কর্পোরেশনের সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শেরপুর নালিতাবাড়ি এলাকার মোর্শেদ মিয়ার ছেলে জুয়েল (৩০) ও একই এলাকার হাসমতের ছেলে জাহাঙ্গীর আলম (৩২)। আহতরা হলেন শফিকুল ও নাজমুল। জয়দেবপুর থানার এসআই আরশাদ হোসেন জানান, নগরীর সাইনবোর্ড এলাকার হাসমত আলী মৃধার নির্মানাধীন দুতলা বাড়ির বাউন্ডারী দেয়ালের পাশে মাটি ফেলছিলেন মাটি শ্রমিকরা। এসময় হঠাৎ করে ওই বাড়ির দেয়ালটি চার শ্রমিকের উপর পড়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেন। দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই জুয়েল ও জাহাঙ্গীর আলম মারা যায়। গুরুত্বর আহত শফিকুল ও নাজমুলকে স্থানীয় তায়েরুন্নেছা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com