শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:২৫

প্রকাশিতঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০ ০১:২৯:৪৪ অপরাহ্ন

ফেনীর ফুলগাজীতে পল্লী বিদ্যুৎতের খুটির তারের উপর আশেপাশে গাছের ডাল কে কাটবে

মহিউদ্দিন মহি খন্দকার

ফেনীর ফুলগাজীতে পল্লী বিদ্যুৎ সেবা মিলছে অনেক দ্রুত মিলছে ৷ আজ ২৫শে সেপ্টেম্বর  সকাল ১০টায় মুন্সিরহাট অভিযোগ কেন্দ্রে ফোন করলে মাত্র ১৫/২০মিনিটের মধ্যে হাজির হলো লাইন ম্যান মোঃ আব্বাস ৷ তিনি খুবই দায়িত্বশীলতায় বিদ্যুৎ সংযোগের কাজ সম্পুর্ন করেন ৷

অন্যদিকে বিশেষ লক্ষ্যনীয় বিষয় হলো ,মুন্সিরহাট দক্ষিন শ্রীপুর জনাব সাহেদুল হক সাহেবের বাড়ীতে বিদ্যুৎ খুটির আশে পাশে গাছের ডাল দেখা যাচ্ছে ৷

এ বিষয়ে তার কাছে "ফুলগাজী বার্তা"র সাংবাদিক জানতে চাইলে,

তিনি জানান, তার নিজ দায়িত্বে বিদ্যুৎতের খুটির পাশে থাকায় গাছের ডাল গুলো কেটে পরিস্কার করে দিবেন ৷

সমাজ সেবক  সাহেদুল হকের মত একজন সচেতন নাগরিক হিসাবে, আমরা সবাই যদি ফুলগাজীতে এই ধরনের বিদ্যুৎ খুটির আশে পাশে যে সব গাছের ডাল বিপদজনক ভাবে দেখা যাবে,ঐ গাছের মালিক কে অবগত করে,অথবা গ্রামের দায়িত্বশীল ইউপি মেম্বার যারা ,তারা নিজ দায়িত্বে ডাল গুলো কেটে দিলে বিদ্যুৎ তারের বিপদ হবে না ৷সবাই নিরাপদে থাকবেন ও বিদ্যুৎ সেবা দ্রুত পাবেন ৷

43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com