বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৮ রমজান, ১৪৪৫ | ০৪:৫৮ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শনিবার, ২৩ মার্চ ২০১৯ ০৩:৪৮:২৭ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

চট্টগ্রামে সবজির অগ্নিমূল্য!

চট্টগ্রামে সবজির অগ্নিমূল্যে নাভিশ্বাস উঠেছে সীমিত ও নিম্ন আয়ের মানুষের। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজির দাম ১০ থেকে ২০ টাকা বেড়েছে। নগরের রিয়াজউদ্দিন বাজারে গত সপ্তাহে প্রতি কেজি ভেণ্ডি বিক্রি হয়েছিল ৭০ থেকে ৮০ টাকা। কিন্তু গতকাল বিক্রি হয় ৮০ থেকে ৯০ টাকা। ৭০ থেকে ৮০ টাকার বরবটি বিক্রি হয় ৮০-৯০ টাকা। আর ৮০ টাকার শিমের বিচি ১০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। বিক্রেতারা বলছেন, এ সপ্তাহে সবজির সরবরাহ কম তাকায় দাম একটু চড়া। আগামী সপ্তাহ থেকে সরবরাহ বাড়লে দামও কমবে। রিয়াজউদ্দিন বাজারের সবজি বিক্রেতা কফিল উদ্দিন বলেন, এক সপ্তাহের ব্যবধানে বেশ কয়েকটি সবজির দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে সবজির সরবরাহ কম হওয়ায় দাম বাড়ছে। তবে আগামী সপ্তাহে দাম আবার কমে যাবে। তবে ক্রেতাদের অভিযোগ, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে কাঁচাবাজারের কৃত্রিম সংকট তৈরি করেছে। তাই সবজির দাম বাড়ছে। সরকারের কঠোর নজরদারির অভাবে এমনটি হচ্ছে। বক্সিরহাটের সবজি ক্রেতা নেছার উদ্দিন বলেন, ‘বাজারে নতুন সবজি আসছে। এখন প্রাকৃতিক পরিবেশ ভালো। যোগাযোগসহ সার্বিক পরিবেশও ইতিবাচক। তারপরও কেন দাম বাড়বে? এটি সিন্ডিকেট ছাড়া আর কিছুই নয় বলে মনে করেন তিনি। এ ব্যাপারে সরকারের কঠোর অবস্থানে থাকা জরুরি। ’ জানা যায়, গতকাল প্রতি কেজি চিচিঙ্গা ৭০, বেগুন ৪০, পটোল ৮০, মিষ্টি কুমড়া ৩০, ফুলকপি ৬০, পেঁপে ৪০ ও কচুর লতি ৮০ টাকায় বিক্রি হয়। একই সঙ্গে ক্রমাগত বাড়ছে মুরগির দাম। গতকাল প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয় ১৭০, সোনালি ৩০০, দেশি ৪৫০ ও গরুর মাংস ৬০০ টাকায়। ফার্মের ডিমের ডজন ১১০ ও হাঁসের ডিম প্রতি হালি ৫০ টাকা। তাছাড়া কার্প মাছ প্রতি কেজি ৩০০, চিংড়ি (মাঝারি) ৪০০, তেলাপিয়া ১৫০, কাতলা ৩৫০ ও পোয়া ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়েছে।





আরো খবর