বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, ৯ শাওয়াল, ১৪৪৫ | ০২:১৬ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮ ০৩:০৮:০৪ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

চার কারণে বাতিল হবে না পেনশন সুবিধা

সরকারি চাকরিজীবীদের ৫ থেকে ২৪ বছর বয়সে পেনশনযোগ্যকালীন চারটি কারণে পেনশন বাতিল করা হবে না। সোমবার অর্থ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। ওই প্রজ্ঞাপনে বলা হয় বিএসআর পার্ট-১ এর ৪ নম্বর সেকশনের বিধি ৩৩৭ ও ৩৩৮ অনুযায়ী যে কোনো পেনশনযোগ্য চাকরির থেকে নিয়মিত অবসায়ন যেতে হবে। এছাড়া চাকরিরত অবস্থায় সরকারি কোনো চাকরিজীবী মারা গেলে। পাশাপাশি বিএসআর পার্ট-১ এর ৩ নম্বর সেকশনের বিধি ৩২১ অনুযায়ী সরকার কর্তৃক মেডিকেল বোর্ড দ্বারা শারীরিক ও মানসিক বৈকল্যের কারণে স্থায়ীভাবে অক্ষম ঘোষণা করা হলে। প্রজ্ঞাপনে আরও বলা হয় বিএসআর পার্ট-১ এর ২ নম্বর সেকশনের বিধি ৩০৮ অনুযায়ী স্থায়ী পদ বিলুপ্তির কারণে ছাঁটাই করা হলে এবং অন্য কোনো পদে আত্তীকরণ করা না হলে ক্ষতিপূরণ পেনশনের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। সর্বশেষ বলা হয় সরকারি কর্মচারী (অবসর) আইন ১৯৭৪ এর ১০ বিধান অনুযায়ী কোনো কর্মচারীর বিরুদ্ধে অবসরগ্রহণের সময় বা সরকারি চাকরি অবসায়ন হওয়ার সময় সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ গৃহীত কোনো বিচারিক বা বিভাগীয় কোনো কার্যক্রম নিষ্পন্ন হলে তাকে পেনশন দেয়া যাবে। প্রজ্ঞাপনে বলা হয় উল্লিখিত এ ব্যাখ্যা পেনশনযোগ্য বয়সের টেবিলে সংস্থাপন করা হবে।





আরো খবর