বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল, ১৪৪৫ | ০১:২১ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শুক্রবার, ২০ জুলাই ২০১৮ ০৬:৩৫:৫৩ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

বেড়েছে সবজির দাম

রাজধানীর অধিকাংশ কাঁচাবাজারে গত সপ্তাহের তুলনায় গড়ে প্রতি কেজি সবজিতে ৫ থেকে ৭ টাকা বেড়েছে। শুক্রবার রাজধানীর জিগাতলা, নিউমার্কেট, রায়ের কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। বাজারে গিয়ে দেখা গেছে, বেগুনের দাম গত সপ্তাহের তুলনায় ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। এছাড়া প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৪৫ টাকা, টমেটো ৮০ থেকে ৯০ টাকা, ভেণ্ডি ৫০, পটল ৫০ টাকা, বরবটি ৪৫ টাকা এবং কাকরোল বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৩০ টাকা, পেঁপে ৪৫ টাকা, করলা ৫০ থেকে ৬০ টাকা, গাজর ৫০ টাকা, মুলা ৪০ টাকা, আলু ২০ টাকা, প্রতি পিস বাঁধাকপি আকারভেদে ৪০ থেকে ৫০ টাকা, প্রতি পিস ফুলকপি ৫০ টাকা, চিচিঙ্গা ৫৫ টাকা। ধনিয়াপাতা ২০০ টাকা কেজি, কাচাকলা হালি ৩০ থেকে ৩৫ টাকা, লাউ প্রতি পিস আকারভেদে ৫০ থেকে ৬০ টাকা, এছাড়া কচুর ছড়া ৫০ টাকা, লেবু হালি ২০ টাকা। এদিকে ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি ১৬০ টাকা, কক মুরগি ২১০ টাকা কেজি। গরুর মাংস ও খাসির মাংস বিক্রি হচ্ছে সরকারের নির্ধারণ করা দামেই।





আরো খবর