শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান, ১৪৪৫ | ০৫:৪৩ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


শুক্রবার, ০৭ ডিসেম্বর ২০১৮ ০৩:২২:৩৮ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

প্রচুর সবজি, দামেও সস্তা

বড় মগবাজারের বাসিন্দা আনিসুর রহমান চাকরি করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। বাসার গলি থেকেই ব্যাগ ভরে কিনেছেন নতুন আলু, টমেটো, শিমসহ নানা রকম সবজি। দামে খুশি কি না জানতে চাইলে আনিসুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘সবজির দাম স্বাভাবিক রয়েছে। তাই কম টাকায় বেশি পরিমাণ নিতে পেরেছি। এ কারণে সবজি খাওয়াও বেড়ে গেছে। ’ ছেলেকে স্কুলে দিয়ে বাসায় ফেরার পথে রামপুরা মহানগর প্রজেক্ট এলাকায় একটি ভ্যান থেকে সবজি কিনছিলেন গৃহিণী তানিয়া খাতুন। ২৫ টাকা দিয়ে ফুলকপি, ৩০ টাকায় এক কেজি বেগুন আর ১৫ টাকায় আধাকেজি শিম কিনলেন। তিনি বলেন, ‘বাসার সবাই ভর্তা খেতে পছন্দ করে। এর জন্য বিভিন্ন প্রকার সবজি লাগে। দাম কম বলে অনেক রকমের ভর্তা খাওয়া যাচ্ছে। ’ এমন আরো কয়েকজন ক্রেতার সঙ্গে গতকাল বৃহস্পতিবার কথা হয় রাজধানীর কয়েকটি বাজারে। তারা জানায়, সময়টাই এখন সবজির। প্রতিবছরের মতো এবারও ধারাবাহিকভাবে দাম কমে এখন বেশ সস্তায় বিক্রি হচ্ছে বিভিন্ন রকম সবজি। বাজার ঘুরে দেখা গেছে, নতুন আলু বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি। সপ্তাহ দুয়েক আগেও এর দাম ছিল ৬০ থেকে ৭০ টাকা। প্রকারভেদে প্রতি কেজি শিম ৩০ থেকে ৩৫ টাকা, বেগুন ৩০ থেকে ৩৫ টাকা, প্রতিটি ফুলকপি আকারভেদে ১৫ থেকে ২৫ টাকা, বাঁধাকপি ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে, যদিও লাউয়ের দাম এখনো একটু চড়া। প্রতিটি লাউ আকারভেদে ৩৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। কারওয়ান বাজারে সবজির খুচরা বিক্রেতা আমিন হোসেন জানান, দাম বেশি থাকলে মানুষ সবজি কেনে কম। এখন দাম কম থাকায় সবজি কিনছে বেশি। বাজারে সবজির অভাবও নেই। একই বাজারের বিক্রেতা কামরুল জানান, মানুষ কারওয়ান বাজারে আসে স্থানীয় বাজার থেকে আরো একটু কম দামে কেনাকাটা করতে। এ কারণে এখানে বিক্রি সব সময়ই জমজমাট থাকে। সবজির পাশাপাশি লেবু, ধনেপাতার দাম এমনিতেই কম। মরিচের দাম পাইকারিতে ৩০ থেকে ৪০ টাকা কেজি। বিভিন্ন খুচরা বাজারে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি করতে দেখা যায়। আবার বিভিন্ন মহল্লায় ভ্যানগাড়িতে করে অনেককে দেখা গেছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরেই মরিচ বিক্রি করতে। পেঁয়াজের মৌসুম শুরু হওয়ার এই সময়ে পুরনো দেশি ও আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম এমনিতেই পড়তির দিকে। নতুন আসা প্রতি কেজি পাতাসহ পেঁয়াজ বাজারভেদে ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর এই পেঁয়াজ আসার পরই ধাপে ধাপে পুরনো পেঁয়াজের ঝাঁজ কমতে শুরু করেছে। প্রতি কেজি দেশি পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকায় এবং আমদানি করা পেঁয়াজ ২৫ থেকে ৩০ টাকায় পাওয়া যাচ্ছে। সবজির সরবরাহ সম্পর্কে জানতে চাইলে কারওয়ান বাজারে সবজির পাইকারি বিক্রেতা কামাল হোসেন বলেন, সরবরাহে কোনো সমস্যা নেই। প্রচুর সবজি আসছে। চাহিদাও অনেকে বেড়ে গেছে অন্য সময়ের তুলনায়। সস্তায়ই মানুষ পাচ্ছে





আরো খবর