বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল, ১৪৪৫ | ১০:৫৫ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০১৯ ১১:৩০:১৫ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

মাইলফলকের সামনে রিয়াদ ও বাংলাদেশ

দারুণ মাইলফলকের সামনে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের পক্ষে কুড়ি ওভার সংস্করণে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যান তিনি। এই পর্যন্ত ৮১টি-টোয়েন্টি খেলে ৪৮ ছক্কা মেরেছেন রিয়াদ। আর মাত্র দুটি ছক্কা মারলে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ছক্কার অর্ধশত স্পর্শ করবেন তিনি। ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দলগত এক দুর্দান্ত রেকর্ডের সামনে বাংলাদেশ। ভারতের বিপক্ষে আজ জিতলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি জিতে যাবে বাংলাদেশ। তাহলে ভারতের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জেতা প্রথম দল হবে বাংলাদেশ। টি-টোয়েন্টি সংস্করণের আবির্ভাবের পর ভারতের মাটিতে স্বাগতিকদের কোনো দলই তিন ম্যাচের সিরিজে হারাতে পারেনি। ২০১২ সালে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড। এরপর ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের সিরিজে ২-০-তে এগিয়ে ছিল। কিন্তু শেষ ম্যাচটা বৃষ্টিতে মাঠে না গড়ানোতে সেটিকে তিন ম্যাচের সিরিজ জয় বলে আখ্যায়িত করা হয় না।





আরো খবর