বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল, ১৪৪৫ | ০৯:২৪ পূর্বাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ০৯ ডিসেম্বর ২০১৮ ০৬:৫৫:৫৪ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

সমান সুযোগ দেখছেন মাশরাফি

দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচেও হেরেছে সফরকারীরা। আর ওয়ানডেতে তো ঘরের মাটিতে কয়েক বছর ধরেই দুর্দান্ত খেলছে বাংলাদেশ। তারপরও ক্যারিবীয়দের এখনই হোয়াইটওয়াশ করার চিন্তা মাথায় আনছেন না বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মুর্তজা। আজ শুরু হতে যাওয় ওয়ানডে সিরিজে তিনি দু’দলেরই সমান সুযোগ দেখছেন- প্রশ্ন : ঘরের মাঠে কী এটাই আপনার শেষ সিরিজ? মাশরাফি : বলা কঠিন, আসলে ভবিষ্যতের কথা তো বলা যায় না। আর আমার কোনো দিনই কোনো বিষয় নিয়ে আগে থেকে কিছু ঠিক থাকে না। মানসিকতা ঠিক করে কিছু করি না। প্রশ্ন : বছরের শুরুটা খারাপ হলেও শেষদিকে পারফরম্যান্স ভালো যাচ্ছে। বছরের শেষ সিরিজে কী আরও ভালো করতে চান? মাশরাফি : দুটি ফাইনাল (শ্রীলংকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ এবং এশিয়া কাপ) বাদ দিলে এ বছর আমরা অনেক ভালো করেছি। বিশেষ করে এশিয়া কাপ জিতলে সেটা আলাদা কিছু হতো। এ বছর রেটিং খুব ভালো আছে। অবশ্যই, বছরটা ভালোভাবে শেষ করতে পারলে দারুণ হবে। সামনের বছর শুরু থেকেই অনেক চ্যালেঞ্জ আছে। প্রশ্ন : ভালো করার জন্য করণীয়? মাশরাফি : মিরপুরের উইকেটে ব্যাটিং কেমন হবে তার উপর অনেক কিছু নির্ভর করছে। উইকেট ব্যাটিং সহায়ক হলে বোলারদের চ্যালেঞ্জ থাকবে। আসলে উইকেট কেমন আচরণ বরবে তা বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন : হোয়াইটওয়াশের কথা ভাবছেন কিনা? মাশরাফি : একটি ম্যাচও হয়নি এখনও। হোয়াইটওয়াশের ভাবনা তো মাথায় আসারই সুযোগ নেই। তবে প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ। এ ধরনের ফরম্যাটে দু’একজনই ম্যাচ বদলে দিতে পারে। ফরম্যাট যত ছোট ওরা তত বেশি মানিয়ে নিতে পারে। প্রথম ম্যাচের দিকে ফোকাস থাকাই ভালো। প্রশ্ন : জিম্বাবুয়েকে কোনো ম্যাচে অলআউট করতে পারেননি। এটা কোনো সতর্কবার্তা কিনা? আর আপনার বোলিং নিয়ে.. মাশরাফি : জিম্বাবুয়েকে অলআউট করতে না পারলেও ম্যাচ জেতার জন্য যা করা দরকার সেটা করতে পেরেছি। ম্যাচ কীভাবে জিতব তার ওপর অনেক কিছু নির্ভর করে। ওই সিরিজে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ছিল। রুবেল এশিয়া কাপে আমাদের সেরা বোলার ছিল, সে ওই সিরিজে খেলেনি। তবে ওদের অলআউট করার দরকার ছিল। কিন্তু ম্যাচ জেতার জন্য যা করা দরকার সেটা আমরা করতে পেরেছি। আর আমি এশিয়া কাপ থেকে ইনজুরি নিয়ে ফিরেছিলাম, তাই শতভাগ ফিট থাকার চেষ্টা করেছি। প্রশ্ন : ফর্মে থাকা চার ওপেনারকে নিয়ে কী পরিকল্পনা? মাশরাফি : আমাদের ১৬ জনের স্কোয়াড আছে। ঘরের মাটিতে সাধারণত দলে ১৪ জন রাখা হয়। সর্বোচ্চ ১৫ জন। সেখানে ১৬ জন রাখার কারণ কারও আত্মবিশ্বাস যেন নিচে না নেমে যায়। যারা সম্প্রতি ভালো করছে বা করে আসছে তাদের প্রক্রিয়ার মধ্যে রাখা। আর মধুর সমস্যা হল সবাই ফর্মে রয়েছে। তবে আমাদের তো একটা সিদ্ধান্তে যেতেই হবে। ভালো হলে মনে হবে এটাই ঠিক আছে। খারাপ হলে মনে হবে যে রান করেও বাদ গেছে হয়তো ওকেই খেলালে ভালো হতো। কথাবার্তা অনেক চলবে। তবে সবার সঙ্গে কথা বলে একটি সিদ্ধান্ত নিতেই হবে। প্রশ্ন : পেস বোলার হিসেবে সাইফউদ্দিনকে নিয়ে ভাবনা... মাশরাফি : রুবেল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের সময় অসুস্থ ছিল। সেই সুযোগটা সাইফউদ্দিন ভালোভাবে কাজে লাগিয়েছে। রুবেল অসাধারণ। সবার থেকেই ভালো খেলছে। আমাদের খেয়াল রাখতে হবে রুবেল যেন তার সেরা জায়গা থেকে পিছিয়ে না যায়। একইসঙ্গে সাইফউদ্দিন তো শুরু করেছে, এরকম চিন্তা করেই তাকেও ১৬ জনের দলে রাখা। প্রশ্ন : উইকেট কেমন দেখছেন? মাশরাফি : দিবারাত্রির ম্যাচে শিশিরের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ স্পিনাররা কতটা সহায়তা পাবে সেটাও। তবে পেস বোলিংয়ে ভালো ব্যাকআপ রয়েছে। ২০১৫ সাল থেকে আমরা ভালো ছন্দে খেলছি। তিনজন পেস বোলার নিয়ে সব সময় খেলছি। এমনকি কখনও চারজনও খেলানো হচ্ছে। তাই টেস্ট ম্যাচের বিবেচনায় ওয়ানডেতে একাদশ নির্বাচন করা যাবে না। আমি তিনজন পেস বোলার খেলাব। আর আমরা পেস বোলিং দিয়ে ফ্লাট উইকেটেও ভালো করে আসছি। প্রশ্ন : টপ অর্ডারে কাউকে নিচে খেলানোর সম্ভাবনা কতটুকু? মাশরাফি : সম্প্রতি ইমরুল ছয়ে ব্যাটিং করেছে। সেখানে (এশিয়া কাপে) অসাধারণ একটা ইনিংস খেলেছে। সৌম্য ফাইনালে (এশিয়া কাপের) সাত নম্বরে নেমে দারুণ ব্যাটিং করেছে। বিশ্বকাপের কথা ভেবে আমরা এমন কিছু করতেও পারি! প্রশ্ন : বিশ্বকাপের আগে কেমন উইকেট চান? মাশরাফি : এখানকার উইকেট সেটা দিতে পারবে না। এই মাটিতে এটা অসম্ভব। ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ড উইকেটের সঙ্গে মেলানো সম্ভব নয়। এখন আমাদের কীভাবে জেতা যায় ওইদিকেই ফোকাস থাকা জরুরি। নিউজিল্যান্ড সফর থেকেই বিশ্বকাপের প্রস্তুতি নেয়া যাবে। প্রশ্ন: কত রান জয়ের জন্য নিরাপদ? মাশরাফি : এটা নির্ভর করছে কেমন উইকেট হবে তার ওপর। এই উইকেটে ২৬০ রান সাধারণত নিরাপদ ধরা হয়। শিশির পড়লে হয়তো আরও ২০-২৫ রান বেশি দরকার হয়। আর যদি শুরুতে শিশির না থাকে ২৪০-২৫০ রান করেও আমরা ম্যাচ জিতেছি। প্রশ্ন : বাংলাদেশ কী ফেভারিট হিসেবেই শুরু করছে? মাশরাফি : আমি বলব দু’দলের সমান সমান সুযোগ। তাদের দুর্দান্ত কিছু পেস বোলার রয়েছে। তারা জোরে বল করতে পারে। দ্রুত কয়েকটি উইকেট পড়ে গেলে চাপ এসে যায়। এই জায়গাগুলো চিন্তা করে কাজ করতে হবে। তবে টেস্টে যেভাবে জিতেছি সেভাবে সহজ জয় আশা করছি না। প্রশ্ন : আপনি ২০০তম ম্যাচের সামনে... মাশরাফি : আমি আগেও বলেছি, এসব আমাকে স্পর্শ করে না। এগুলো আমার কাছে এত গুরুত্বপূর্ণও না। গুরুত্বপূর্ণ হচ্ছে কালকের (আজ) ম্যাচটা জেতা। এদিক থেকে ভালো লাগছে যে, বাংলাদেশের হয়ে ওয়ানডে ফরম্যাটে অনন্ত ২০০তম ম্যাচ হচ্ছে। এটা অবশ্যই ভালো লাগবে একটা সময়। যখন মানুষ বলবে, তুমি বাংলাদেশের হয়ে ২০০টা ম্যাচ খেলেছ। এটা অবশ্যই একটা অর্জন।





আরো খবর