শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান, ১৪৪৫ | ০৩:২৪ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ১৩ জানুয়ারী ২০১৯ ০৮:২৫:৩৩ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

সৌম্যকে ফেরালেন মাশরাফি, চাপে রাজশাহী

নিজেদের সবশেষ ম্যাচে হেরেছে দুই দলই। ফলে জয়ের খোঁজে উভয়ই। সেই লক্ষ্যে টস ভাগ্যকে পাশে পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্স অধিনায়ক। ফলে প্রথমে ব্যাট করছে মেহেদী হাসান মিরাজের রাজশাহী কিংস। তবে শুরুটা শুভ হয়নি বরেন্দ্রভূমির দলটির। দুই অধিনায়কের লড়াইয়ে হার মেনেছেন মিরাজ। সূচনালগ্নেই মাশরাফি শিকার হয়ে সাজঘরে ফিরেছেন তিনি। ওয়ানডাউনে নামা সৌম্য সরকারকে নিয়ে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন মুমিনুল হক। তবে ধৈর্যের পরিচয় দিতে পারেননি তিনি। ক্রিজ ছেড়ে সোহাগ গাজীকে তেড়েফুঁড়ে মারতে এসে মোহাম্মদ মিথুনের স্ট্যাম্পিং হয়ে ফেরেন পয়েট অব ডায়নামো। মুমিনুল ফিরলে স্থায়ী হতে পারেননি সৌম্য। তার ঘাড়েও চেপে বসে অশুভ ভূত। অযাচিতভাবে মাশরাফিকে ওভার বাউন্ডারি হাঁকাতে গিয়ে ফরহাদ রেজাকে ক্যাচ দিয়ে আসেন তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৮ ওভারে ৫৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে রাজশাহী। মোহাম্মদ হাফিজ ও জাকির হাসান ব্যাট করছেন। এবারের বিপিএলে এখন পর্যন্ত ৪ ম্যাচে ২ জয় ও সমান পরাজয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রংপুর। আর ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ষষ্ঠ স্থানে রাজশাহী। রাজশাহী কিংস একাদশ: মুমিনুল হক, মেহেদি হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ হাফিজ, রায়ান টেন ডেসকাটে, জাকির হাসান (উইকেটরক্ষক), লরি ইভানস, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, ইসুরু উদানা ও মোস্তাফিজুর রহমান। রংপুর রাইডার্স একাদশ: ক্রিস গেইল, রাইলি রুশো, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), রবি বোপারা, বেনি হাওয়েল, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাহিদুল ইসলাম, ফারহাদ রেজা, সোহাগ গাজী, শফিউল ইসলাম ও নাজমুল ইসলাম।





আরো খবর