বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৮ রমজান, ১৪৪৫ | ০২:৩৯ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


রোববার, ০৯ ডিসেম্বর ২০১৮ ০৬:২৮:০৪ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

আজ কে হচ্ছেন তামিমের সঙ্গী! মধুর সমস্যায় বাংলাদেশ

ওপেনিং ব্যাটসম্যানদের নিয়ে দুশ্চিন্তার ছায়ায় পতিত ছিল বাংলাদেশ শিবির। একপ্রান্ত তামিম ইকবাল ধরে রাখলেও ওপেনিংয়ের অন্যপ্রান্ত ছুটে গেছে বারবার। সে ওয়ানডে, টি-টোয়েন্টি কিংবা টেস্ট-যে কোনো ফরম্যাটেই হোক। বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচকরা গিনিপিগ টেস্টের ন্যায় ওপেনিং জুটি পরিবর্তন করেছেন। দীর্ঘস্থায়ী সমাধান মেলেনি কখনও। তবে সম্প্রতি জিম্বাবুয়ের বাংলাদেশ সফরের পর দেখা গেছে উল্টো চিত্র। সম্প্রতি ফর্মে আছেন লিটন দাস, সৌম্য সরকার ও ইমরুল কায়েস। দীর্ঘকালীন ইনজুরি সেরে দলে ফিরেছেন টাইগারদের নিয়মিত ওপেনার তামিম ইকবাল। যেখানে একসময় যোগ্য ওপেনার খুঁজে পাওয়া দুষ্কর ছিল সেখানে দেখা গেছে বিপরীত সমস্যা। আজ বেলা ১টায় মিরপুর গ্রাউন্ডে কাকে দেখা যাবে তামিমের সঙ্গে ওপেনিং জুটিতে তা নির্ধারণ করবে নির্বাচকমণ্ডলী। বিষয়টি আলোচনা করে সমাধান চান মাশরাফি। বাংলাদেশ দল আর আগের অবস্থানে নেই ইঙ্গিত দিয়ে অধিনায়ক মাশরাফি বলেন, ‘অনেক কিছুই হতে পারে। সম্প্রতি ওপেনিং জুটির বাইরেও কয়েকজন অসাধারণ ব্যাটিং করেছে।’ লিটন, ইমরুল ও সৌম্যকে ফিনিশারের ভূমিকায় পরখ করে সফল হয়েছে বাংলাদেশ দল। সে কথা জানাতে মাশরাফি বলেন, ‘ফাইনালে সৌম্য সাত নম্বরে নেমেও ভালো খেলেছে। তাই সব কিছুই আলোচনা করে ঠিক করব।’ তাই আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক মধুর সমস্যায় পড়েছেন নির্বাচকরা। কে হবেন তামিমের সঙ্গী সে প্রতিযোগিতায় যে লিটন, সৌম্য ও ইমরুল তিনজনই আছেন!





আরো খবর