বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৮ রমজান, ১৪৪৫ | ০২:৫৬ অপরাহ্ন (GMT)
ব্রেকিং নিউজ :
X
শিরোনাম :
  • নির্বাচনকালীন সরকারের রূপরেখা রাষ্ট্রপতিকে দিয়েছে আ.লীগ: কাদের
  • ইসি নয়, নির্বাচনকালীন সরকার নিয়ে হার্ডলাইনে যাবে বিএনপি


বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮ ১১:৪৯:১৭ পূর্বাহ্ন Zoom In Zoom Out No icon

উইন্ডিজ সিরিজে খেলছেন না মাশরাফি?

বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের পূর্ণাঙ্গ সিরিজ শুরু হচ্ছে ২২ তারিখ থেকে। ওইদিন টেস্ট সিরিজ দিয়েই তাদের সফর শুরু। দুটো টেস্ট সিরিজ শেষেই ওয়ানডে সিরিজের উন্মাদনা। এ সিরিজে লাল-সবুজের দলটিই ফেভারিট। ইতিমধ্যে সফরকারী দলের একটি অংশ বাংলাদেশে পা রেখেছে। তবে এ সিরিজে নাও খেলতে পারেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিসিবি সভাপতির কথায় এমন আভাসই পাওয়া গেল। আজ মিরপুর স্টেডিয়াম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি জানান, 'ওর কর্মসূচি কী, ঠিক জানি না। আজ ওর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে। তখন বিস্তারিত কথা হবে। যদি সুযোগ থাকে, সে অবশ্যই খেলবে। এক দিনের জন্যও যদি সময় থাকে, সে অবশ্যই খেলবে। খেলাটা ওর কাছে সব সময়ই প্রাধান্য পাবে। ' উল্লেখ্য, ক্ষমতাসীন আওয়ামীলীগের হয়ে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক এরই মধ্যে নড়াইল-২ আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে ভোট গ্রহণের তারিখ। চূড়ান্ত মনোনয়ন পেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের সময়ই তাকে প্রচার-প্রচারণায় থাকতে হবে। ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের তিনটি ওয়ানডে ৯, ১১ ও ১৪ ডিসেম্বর।





আরো খবর